Monday, May 12, 2025

মাথাচাড়া দিচ্ছে কোভিড, JN.1-এর জন্যও টিকা বাধ্যতামূলক? উত্তর দিলেন প্যানেল হেড

Date:

Share post:

উৎসবের মরশুমে চিন্তা বাড়াচ্ছে কোভিড ১৯-এর নতুন উপরূপ জেএন.১ (JN.1)। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৭৫২ জনের সংক্রমিতের খোঁজ মিলেছে।সারাদেশে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা ৩৪২০। এই নিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল ৬। মৃতদের মধ্যে তিনজন কেরলের বাসিন্দা, কর্ণাটকের দুজন এবং পাঞ্জাবের একজন রয়েছেন। পাশাপাশি তামিলনাড়ু, মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, তেলেঙ্গানা, পাঞ্জাব এবং দিল্লিতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। খুব স্বাভাবিক ভাবেই আশঙ্কার পাশাপাশি টিকা নিয়ে বাড়ছে জল্পনা। এবারের ভাইরাসকে প্রতিরোধ করতে এর টিকা বা বুস্টার ডোজ প্রয়োজন হবে কি? প্রশ্ন সাধারন মানুষের। এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন দেশের কোভিড প্যানেলের প্রধান এন কে অরোরা (NK Arora)।

কোভিডের নতুন উপরূপকে ঘিরে বাড়ছে ধোঁয়াশা। কারণ আলাদা করে এই রোগে আক্রান্তদের চিহ্নিতকরণের কোনও লক্ষণ পাওয়া যাচ্ছে না। এর ফলে সমস্যা আরও বাড়ছে। সর্দি কাশি জ্বর ঘরে ঘরে লেগেই আছে। কিন্তু তার মধ্যে কোনটা এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে হচ্ছে সেটা টেস্ট না করা পর্যন্ত প্রাথমিক স্তরে বোঝার কোনও উপায় নেই। ইতিমধ্যেই অনেকে বলছেন আবার টিকা নিতে হবে। কিন্তু বিশেষজ্ঞরা কি তেমনটা মনে করেন?ইন্ডিয়া-সারস-সিওভি২ জিনোমিক কনসোর্টিয়ামের প্রধান এন কে অরোরা এই বিষয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন। রবিবার এক সংবাদ সংস্থাকে তিনি জানেন যে, এই মুহূর্তে কোভিডের নতুন উপরূপ জেএন.১-এর জন্য কোনও আলাদা টিকার প্রয়োজন নেই। তবে সতর্ক থাকতে হবে সকলকে। ষাটোর্ধ্ব ব্যক্তি থেকে শুরু করে যাঁদের কোমর্বিডিটি রয়েছে, বা রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাসকারী কোনও ওষুধ খেতে হয়, তাঁদেরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এইমুহুর্তে আলাদা প্রতিষেধকের প্রয়োজন নেই। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে এই নতুন ভ্যারিয়েন্ট খুব একটা জোরালো সংক্রমণ বিস্তার করতে পারছে না। হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার আগের থেকে অনেকটাই কম। পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন অযথা আতঙ্কিত হবেন না তার কারণ এই উপরূপে আক্রান্ত রোগীরা দুই থেকে পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন।

spot_img

Related articles

ভারত-পাক সংঘর্ষের আবহে আজ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদির

পাকিস্তানের সঙ্গে আপাত সংঘর্ষ বিরতির আবহে রাত ৮টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

খুলে দেওয়া হল সাময়িক বন্ধ ৩২ বিমান বন্দর, উড়ান স্বাভাবিক হতে সময় লাগবে

সংঘর্ষ বিরতির পরিস্থিতিতেও আশ্বস্ত হতে পারছিল না ভারত। পাকিস্তানের বিশ্বাসঘাতকতার জেরে শনিবারও ক্ষেপনাস্ত্রের আঘাত লেগেছে পশ্চিমের রাজ্যগুলিতে। তবে...

স্বাস্থ্যসাথীতে একবছরে ৬ হাজার রোগীর অস্ত্রোপচার, ২০৯১ কোটি টাকার পরিষেবা রাজ্যের

স্বাস্থ্যসাথী(Swasthya Sathi) প্রকল্পে রাজ্য সরকার ২০৯১ কোটি টাকার পরিষেবা দিল বিনামূল্যে। বিগত বছরে রাজ্যের ৬ হাজার রোগীর জটিল...

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বন্ধুর হাতে খু.ন স্ত্রীর প্রেমিক!

বিবাহ বহির্ভূত সম্পর্কের(Extra Marital Affair) জেরে বন্ধুর হাতেই নৃশংসভাবে খুন হলেন স্ত্রীর প্রেমিক। মৃত ব্যক্তি হালিশহরের(Halisahar) বাসিন্দা। অভিযোগ,...