Saturday, December 6, 2025

মাথাচাড়া দিচ্ছে কোভিড, JN.1-এর জন্যও টিকা বাধ্যতামূলক? উত্তর দিলেন প্যানেল হেড

Date:

Share post:

উৎসবের মরশুমে চিন্তা বাড়াচ্ছে কোভিড ১৯-এর নতুন উপরূপ জেএন.১ (JN.1)। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৭৫২ জনের সংক্রমিতের খোঁজ মিলেছে।সারাদেশে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা ৩৪২০। এই নিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল ৬। মৃতদের মধ্যে তিনজন কেরলের বাসিন্দা, কর্ণাটকের দুজন এবং পাঞ্জাবের একজন রয়েছেন। পাশাপাশি তামিলনাড়ু, মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, তেলেঙ্গানা, পাঞ্জাব এবং দিল্লিতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। খুব স্বাভাবিক ভাবেই আশঙ্কার পাশাপাশি টিকা নিয়ে বাড়ছে জল্পনা। এবারের ভাইরাসকে প্রতিরোধ করতে এর টিকা বা বুস্টার ডোজ প্রয়োজন হবে কি? প্রশ্ন সাধারন মানুষের। এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন দেশের কোভিড প্যানেলের প্রধান এন কে অরোরা (NK Arora)।

কোভিডের নতুন উপরূপকে ঘিরে বাড়ছে ধোঁয়াশা। কারণ আলাদা করে এই রোগে আক্রান্তদের চিহ্নিতকরণের কোনও লক্ষণ পাওয়া যাচ্ছে না। এর ফলে সমস্যা আরও বাড়ছে। সর্দি কাশি জ্বর ঘরে ঘরে লেগেই আছে। কিন্তু তার মধ্যে কোনটা এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে হচ্ছে সেটা টেস্ট না করা পর্যন্ত প্রাথমিক স্তরে বোঝার কোনও উপায় নেই। ইতিমধ্যেই অনেকে বলছেন আবার টিকা নিতে হবে। কিন্তু বিশেষজ্ঞরা কি তেমনটা মনে করেন?ইন্ডিয়া-সারস-সিওভি২ জিনোমিক কনসোর্টিয়ামের প্রধান এন কে অরোরা এই বিষয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন। রবিবার এক সংবাদ সংস্থাকে তিনি জানেন যে, এই মুহূর্তে কোভিডের নতুন উপরূপ জেএন.১-এর জন্য কোনও আলাদা টিকার প্রয়োজন নেই। তবে সতর্ক থাকতে হবে সকলকে। ষাটোর্ধ্ব ব্যক্তি থেকে শুরু করে যাঁদের কোমর্বিডিটি রয়েছে, বা রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাসকারী কোনও ওষুধ খেতে হয়, তাঁদেরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এইমুহুর্তে আলাদা প্রতিষেধকের প্রয়োজন নেই। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে এই নতুন ভ্যারিয়েন্ট খুব একটা জোরালো সংক্রমণ বিস্তার করতে পারছে না। হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার আগের থেকে অনেকটাই কম। পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন অযথা আতঙ্কিত হবেন না তার কারণ এই উপরূপে আক্রান্ত রোগীরা দুই থেকে পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন।

spot_img

Related articles

৭৫২ দিন পর ওডিআইতে টস জয় ভারতের, রাহুলের মুখে চওড়া হাসি

৭৫২ দিন, ২০ ম্যাচ পর অবশেষে একদিনের ক্রিকেটে টস জিতল ভারত। বিশাখাপত্তনমে তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে...

বীরভূমের বাড়িতে পৌঁছলেন সোনালি, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

শুক্রবারই দেশে ফিরেছিলেন। আর তখন থেকেই মেয়ের ঘরে ফেরার জন্য অধীর উৎকণ্ঠায় অপেক্ষা করছিল অন্তঃসত্ত্বা সোনালি খাতুনের (Sunali...

ইন্ডিগো: যাত্রী ভোগান্তিতে মামলা সুপ্রিম কোর্টে, বিমান সংস্থাগুলিকে ভাড়া না বাড়াতে কড়া নির্দেশ

দিনের পরে দিন হাজারের বেশি ফ্লাইট বাতিল ইন্ডিগোর(IndiGo)। শনিবারও দেশজুড়ে চারশোর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আর তাতেই নাজেহাল...

কল্যাণের অপসারণে আন্দোলনের ডাক বাজাজের, ফুটবলপ্রেমীদের দিলেন বার্তা

ভারতীয় ফুটবলের অচলাবস্তা অব্যাহত। আইএসএল থেকে আই লিগ নিয়ে ঘোর অনিশ্চয়তা। ফেডারেশন কিছুই করতে না পারায় সমস্যা সমাধানে...