Sunday, November 9, 2025

একচুল নড়লেই সাক্ষাৎ মৃত্যু! নিজে তো শেষ হবেনই, সঙ্গে শেষ হয়ে যাবে দুটো নিষ্পাপ প্রাণ। সেই পরিস্থিতিতে রুদ্ধশ্বাসে অপেক্ষায় থাকা সবাইকে চমকে দিয়ে সন্তানদের নিয়ে বেঁচে ফিরলেন মা। শনিবার এরকমই ঘটনার সাক্ষী থাকল বিহারের বাড় (Barh) স্টেশন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুসহ মহিলাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শনিবার বিহারের বাড় স্টেশন থেকে পরিবারের সঙ্গে দিল্লি যাওয়ার জন্য বিক্রমশিলা এক্সপ্রেসে (Vikramshila Express) উঠছিলেন এক মহিলা। তাঁর কোলে ও হাতে দুই সন্তানকে ধরেছিলেন তিনি। ট্রেনটিতে ওঠার জন্য বাড় স্টেশনে প্রচুর ভিড় ছিল। ভিড়ের চাপে প্ল্যাটফর্ম আর ট্রেনের ফাঁকে তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে পড়ে যান। যতক্ষণে প্লাটফর্মে থাকা লোকজন তাঁদের দেখে উদ্ধারের চেষ্টা শুরু করে ততক্ষণে ট্রেন চলতে শুরু করে দেয়। ঠিক তখনই চরম বুদ্ধির পরিচয় দেন ওই মহিলা। নিজের শরীরের তলার দুই শিশুকে চেপে ধরে সরু ফাঁকে মাটির সঙ্গে সেঁটে যান। গোটা ট্রেনটা তাঁর শরীরের একচুল দূর দিয়ে বেরিয়ে যায়।

ট্রেন পেরিয়ে যাওয়া পর্যন্ত রুদ্ধশ্বাসে অপেক্ষা করেন স্টেশনে কর্তব্যরত পুলিশকর্মী থেকে অন্যান্য রেলযাত্রীরা। ট্রেন পেরিয়ে গেলে দেখা যায় দুই সন্তান নিয়ে সুস্থ রয়েছেন দুঃসাহসী মা। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version