Monday, November 10, 2025

একচুল নড়লেই সাক্ষাৎ মৃত্যু! নিজে তো শেষ হবেনই, সঙ্গে শেষ হয়ে যাবে দুটো নিষ্পাপ প্রাণ। সেই পরিস্থিতিতে রুদ্ধশ্বাসে অপেক্ষায় থাকা সবাইকে চমকে দিয়ে সন্তানদের নিয়ে বেঁচে ফিরলেন মা। শনিবার এরকমই ঘটনার সাক্ষী থাকল বিহারের বাড় (Barh) স্টেশন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুসহ মহিলাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শনিবার বিহারের বাড় স্টেশন থেকে পরিবারের সঙ্গে দিল্লি যাওয়ার জন্য বিক্রমশিলা এক্সপ্রেসে (Vikramshila Express) উঠছিলেন এক মহিলা। তাঁর কোলে ও হাতে দুই সন্তানকে ধরেছিলেন তিনি। ট্রেনটিতে ওঠার জন্য বাড় স্টেশনে প্রচুর ভিড় ছিল। ভিড়ের চাপে প্ল্যাটফর্ম আর ট্রেনের ফাঁকে তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে পড়ে যান। যতক্ষণে প্লাটফর্মে থাকা লোকজন তাঁদের দেখে উদ্ধারের চেষ্টা শুরু করে ততক্ষণে ট্রেন চলতে শুরু করে দেয়। ঠিক তখনই চরম বুদ্ধির পরিচয় দেন ওই মহিলা। নিজের শরীরের তলার দুই শিশুকে চেপে ধরে সরু ফাঁকে মাটির সঙ্গে সেঁটে যান। গোটা ট্রেনটা তাঁর শরীরের একচুল দূর দিয়ে বেরিয়ে যায়।

ট্রেন পেরিয়ে যাওয়া পর্যন্ত রুদ্ধশ্বাসে অপেক্ষা করেন স্টেশনে কর্তব্যরত পুলিশকর্মী থেকে অন্যান্য রেলযাত্রীরা। ট্রেন পেরিয়ে গেলে দেখা যায় দুই সন্তান নিয়ে সুস্থ রয়েছেন দুঃসাহসী মা। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version