Saturday, May 3, 2025

বক্তৃতার মাঝে আচমকাই ছন্দপতন! মঞ্চেই মৃ.ত্যু আইআইটি কানপুরের অধ্যাপকের

Date:

অনুষ্ঠানে বক্তৃতার সময় মঞ্চে আচমকাই হৃদ্‌রোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু হল আইআইটি কানপুরের (IIT Kanpur) এক অধ্যাপকের (Professor)। জানা গিয়েছে, অধ্যাপকের নাম সমীর খান্দেকার (Sameer Khandekar) (৫৫)। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রাক্তনীদের জমায়েতে ভাষণ দিচ্ছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই আচমকা মঞ্চে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অধ্যাপককে মৃত বলে ঘোষণা করেন।

আইআইটি কানপুরের পড়ুয়ারা জানিয়েছেন, শুক্রবার বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ভাষণে শরীরস্বাস্থ্যের বিষয়ে কথা বলছিলেন। আচমকা সেই সময়ই ঘটে বিপত্তি। কথা বলতে বলতেই বুকে হাত দিয়ে মঞ্চের মধ্যেই পড়ে যান সমীর। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। যদিও অধ্যাপককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই অধ্যাপকের।

তবে এদিন বক্তব্য রাখার সময় মঞ্চের ওপর বুকে হাত দিয়ে সমীরকে বসে পড়তে দেখে প্রথমে কেউ কিছু বুঝে উঠতে পারেননি। অনুষ্ঠানে উপস্থিত অনেকের কথায়, অধ্যাপক শরীরস্বাস্থ্যের বিষয়ে যেভাবে কথা বলছিলেন, দেখে মনে হয়েছিল তিনি হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাই বুকে হাত দিয়ে বসে পড়েছিলেন। যদিও পরে দেখা যায়, অত্যাধিক পরিমাণে ঘামছেন অধ্যাপক সমীর। কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে পড়ে যান। পরে পরিস্থিতি বেগতিক বুঝে অনুষ্ঠানের আয়োজকেরা দ্রুত অধ্যাপককে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, সেখানে পৌঁছনোর আগেই ওই অধ্যাপকের মৃত্যু হয়েছিল। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে ধারণা পুলিশের। এদিকে আচমকা অধ্যাপকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আইআইটি কানপুরে।

 

 

 

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version