Sunday, November 9, 2025

ক্ষমতায় এসেই ২ হাজার কোটি টাকা ঋ.ণ চাইল মধ্যপ্রদেশ সরকার! ক.টাক্ষ তৃণমূলের

Date:

সম্প্রতি  মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরেছে বিজেপি।আর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মোহন যাদব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র কাছে  রাজ্যের খরচ চালাতে ২ হাজার কোটি টাকা ঋণ চাইলেন।মাত্র দু’সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোহন।তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত দ্রুত কেন ঋণের আবেদন। এ রাজ্যের সরকার ঋণ নিলে বিরোধীরা সমালোচনা করেন। অথচ খোদ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি পালনের জন্য ২ হাজার কোটি ঋণ নিচ্ছে।

নির্বাচনী বৈতরণাী পার হতে মধ্যপ্রদেস জুড়ে প্রতিশ্রুতির বন্যা বইয়েছিলেন বিজেপি নেতৃত্ব।একবারও ভাবেনি সেই প্রতিশ্রুতি কিভাবে পালন করা হবে।এমনিতেই পূর্বতন শিবরাজ সরকারের ৪ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা আছে।পরিস্থিতি এমনই যে, রাজ্যের দৈনন্দিন খরচ সামলাতেও ধার চাইতে হচ্ছে আরবিআইয়ের কাছে। বস্তুত, রাজনীতিই এখন গলার ফাঁস হয়ে উঠেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের।

এই বিষয়ে তৃণমূলের কটাক্ষ, বিধানসভা নির্বাচনের সময় বিজেপি যে অযৌক্তিক প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে আরবিআই থেকে ২ হাজার কোটি ঋণের দাবি করছে। মধ্যপ্রদেশ সরকারের খারাপ আর্থিক স্বাস্থ্যের আরেকটি ইঙ্গিত। এবং ঋণের আকাশচুম্বী পাহাড় তারা জমা করতে থাকুক।

যদিও মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী বিধানসভাকে আশ্বস্ত করেছেন, ‘কোনও সমস্যা নেই’ জানিয়ে। রাজ্যের কোনও জনকল্যাণমূলক প্রকল্প টাকার অভাবে বন্ধ হবে না, এমন দাবিও করেছেন মোহন। তবে প্রত্যাশিত ভাবেই ধারের দায়কে পাত্তা দেননি নতুন মুখ্যমন্ত্রী। রাজনীতিবিদরা তা করেনও না। বিধানসভাকে তিনি আশ্বস্ত করেছেন, ‘কোনও সমস্যা নেই’ জানিয়ে। রাজ্যের কোনও জনকল্যাণমূলক প্রকল্প টাকার অভাবে বন্ধ হবে না, এমন দাবিও  করেছেন মোহন।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version