Thursday, November 6, 2025

ক্ষমতায় এসেই ২ হাজার কোটি টাকা ঋ.ণ চাইল মধ্যপ্রদেশ সরকার! ক.টাক্ষ তৃণমূলের

Date:

সম্প্রতি  মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরেছে বিজেপি।আর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মোহন যাদব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র কাছে  রাজ্যের খরচ চালাতে ২ হাজার কোটি টাকা ঋণ চাইলেন।মাত্র দু’সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোহন।তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত দ্রুত কেন ঋণের আবেদন। এ রাজ্যের সরকার ঋণ নিলে বিরোধীরা সমালোচনা করেন। অথচ খোদ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি পালনের জন্য ২ হাজার কোটি ঋণ নিচ্ছে।

নির্বাচনী বৈতরণাী পার হতে মধ্যপ্রদেস জুড়ে প্রতিশ্রুতির বন্যা বইয়েছিলেন বিজেপি নেতৃত্ব।একবারও ভাবেনি সেই প্রতিশ্রুতি কিভাবে পালন করা হবে।এমনিতেই পূর্বতন শিবরাজ সরকারের ৪ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা আছে।পরিস্থিতি এমনই যে, রাজ্যের দৈনন্দিন খরচ সামলাতেও ধার চাইতে হচ্ছে আরবিআইয়ের কাছে। বস্তুত, রাজনীতিই এখন গলার ফাঁস হয়ে উঠেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের।

এই বিষয়ে তৃণমূলের কটাক্ষ, বিধানসভা নির্বাচনের সময় বিজেপি যে অযৌক্তিক প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে আরবিআই থেকে ২ হাজার কোটি ঋণের দাবি করছে। মধ্যপ্রদেশ সরকারের খারাপ আর্থিক স্বাস্থ্যের আরেকটি ইঙ্গিত। এবং ঋণের আকাশচুম্বী পাহাড় তারা জমা করতে থাকুক।

যদিও মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী বিধানসভাকে আশ্বস্ত করেছেন, ‘কোনও সমস্যা নেই’ জানিয়ে। রাজ্যের কোনও জনকল্যাণমূলক প্রকল্প টাকার অভাবে বন্ধ হবে না, এমন দাবিও করেছেন মোহন। তবে প্রত্যাশিত ভাবেই ধারের দায়কে পাত্তা দেননি নতুন মুখ্যমন্ত্রী। রাজনীতিবিদরা তা করেনও না। বিধানসভাকে তিনি আশ্বস্ত করেছেন, ‘কোনও সমস্যা নেই’ জানিয়ে। রাজ্যের কোনও জনকল্যাণমূলক প্রকল্প টাকার অভাবে বন্ধ হবে না, এমন দাবিও  করেছেন মোহন।

 

 

Related articles

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...
Exit mobile version