Friday, August 22, 2025

বড়দিন-বর্ষবরণে জারি ১৪৪ ধারা! ‘শান্তি’ বজায় রাখতে ক.ড়া নির্দেশিকা যোগীর

Date:

বড়দিন (Christmas) এবং বর্ষবরণে (New Year) নয়া নির্দেশিকা (Guidelines) জারি উত্তর প্রদেশের (Uttar pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। এবার জমায়েতে রাশ টানতে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে (Lucknow) ১০ দিনের জন্য জারি ১৪৪ ধারা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। রবিবার অর্থাৎ ২৪ ডিসেম্বর থেকেই এমন নিয়ম জারি করল লখনউ পুলিশ। যা জারি থাকবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এদিকে লখনউ পুলিশের তরফে সাফাই দেওয়া হয়েছে, বড়দিন এবং বর্ষবরণে ‘শান্তিশৃঙ্খলা’ বজায় রাখতেই এই পদক্ষেপ। পাশাপাশি এই নিয়ম না মানলে কড়া শাস্তির কথাও জানিয়ে দেওয়া হয়েছে। তবে যে রাজ্যে প্রতিদিনই আইনব্যবস্থা প্রশ্নের মুখে, সেখানে শান্তিশৃঙ্খলা কীভাবে বজায় রাখা সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন।

এদিকে লখনউতে ১৪৪ ধারা জারি থাকার কারণে শপিং মল, পানশালা, রেস্তরাঁ, হোটেল-সহ অন্য জায়গায় জমায়েতের উপরেও বিধিনিষেধ থাকছে। পুলিশের তরফে সাফ জানানো হয়েছে, ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি, ১০ দিন লখনউতে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনও জায়গায় যা ধারণ ক্ষমতা, তার থেকে বেশি মানুষ জনকে টিকিট বা প্রবেশ করতে দেওয়া যাবে না। অনুষ্ঠান কোনও প্রেক্ষাগৃহের ভিতরে হোক বা বাইরে, নিয়ম একই থাকবে। পাশাপাশি হোটেল, শপিং মল, পানশালা, রেস্তরাঁ-সহ অনান্য জায়গায় শব্দ নিয়ন্ত্রিত রাখতে হবে, যাতে অন্যের সমস্যা না হয়। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে সেখানকার মালিক এবং আয়োজকদের।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই নিয়ম যাঁরা মানবেন না, তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হবে। এই নোটিশ ইতিমধ্যে হোটেল, পানশালা, শপিং মলের বাইরে লাগিয়ে দেওয়া হয়েছে এবং তা সঠিকভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের পর কোনওভাবেই হোটেল, পানশালা বা শপিং মল খুলে রাখা যাবে না।

 

 

 

 

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version