Sunday, November 9, 2025

গ্যাংস্টার বনাম পুলিশের লড়াই, ব্রাত্য বসুর ‘হুব্বা’ নিয়ে বাড়ছে উন্মাদনা!

Date:

টিজারের উন্মাদনার ট্রেলারেও স্বমহিমায় বিরাজমান। দিন তিনেক আগেই নাট্যকার, অভিনেতা, রাজনীতিবিদ ব্রাত্য বসু (Bratya Basu) পরিচালিত ‘হুব্বা’ (Hubba) সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছে। চলতি সপ্তাহে দুটো বড় বাংলা ছবি, দক্ষিণী ছবি এবং শাহরুখের ছবির মাঝেও ‘হুব্বা’ নিয়ে জোর চর্চা টলিউডে (Tollywood)। ২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারের প্রতি ছত্রে টানটান উত্তেজনার ঝলক মিলেছে। ধুন্ধুমার অ্যাকশন, পুলিশের থার্ড ডিগ্রি, যৌনতা – কী নেই সেখানে? কুখ্যাত গ্যাংস্টারের রাজত্ব আর অন্ধকার জগতের গল্প বড় পর্দায় নিয়ে আসতে হোমওয়ার্কের যে এতটুকু ত্রুটি রাখেননি ব্রাত্য বসু, সেটা ট্রেলারেই পরিষ্কার হয়ে গেছে।

‘ফ্রেন্ডস কমিউনিকেশন’-এর (Friends Communication) তরফে ডিজিটালি এই ট্রেলার প্রকাশ করা হয়েছে। নতুন বছরের প্রথম মাসেই সিলভার স্ক্রিনে মুক্তি পাবে এই ছবি। মুখ্য চরিত্রে মোশারফ করিমের (Mosharraf Karim) অভিনয় যে দর্শকের মন জিতবে সেই আভাস ট্রেলারেই মিলেছে। তবে ছবিতে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indranil Sengupta) নিয়ে এসে চমক দিয়েছেন ব্রাত্য। কমার্শিয়াল থ্রিলার ঘরানার ‘হুব্বা’ ছবির সংলাপের ঝাঁঝ সিনেমা হলে হাততালির বন্যা বইয়ে দেবে এমনটাই আশা করছে প্রযোজনা সংস্থা। ছবির ব্যাপারে পরিচালক ব্রাত্য বসু জানিয়েছেন, ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ বিষয়ভিত্তিক ছবিটি গুরুত্ব দেয় এবং কাজের ব্যাপারে পরিচালককে পূর্ণ স্বাধীনতা দিতে জানে তারা। মোশারফ ছাড়া যে এই ছবি সম্পূর্ণ হতে পারত না সে কোথাও স্বীকার করে নিয়েছেন পরিচালক। প্রথম রাউন্ডে সসম্মানে উত্তীর্ণ হয়েছে এই ছবির টিজার এবং ট্রেলার। ব্রাত্য বসুর মুন্সিয়ানায় এবার বড় পর্দা কাঁপাতে ১০০% আশাবাদী টিম ‘হুব্বা’।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version