বড়দিনের পবিত্র উৎসবে সবাইকে শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানেই সকলকে রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন মমতা।

— Mamata Banerjee (@MamataOfficial) December 25, 2023
প্রতি বছরের মতো এবারও ক্রিসমাসের আগে রাতে গির্জায় গিয়ে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার রাতে বড়বাজারের পর্তুগিজ চার্চে (Church) যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিরা। সেখানে আর্চ বিশপ তাঁকে স্বাগত জানান। ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর বড়দিনের বিশেষ ক্যারল অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
