একই ক্লাসে পড়া বান্ধবীকে বিয়ের ইচ্ছে ছিল। সেই উদ্দেশ্যে নিজের লিঙ্গও পরিবর্তন করান তামিলনাড়ুর পান্ডিয়া মাহেশ্বরী। পরিবর্তনের পর তিনি হয়েছিলেন ভেট্রিমারান। কিন্তু নিজের সেই প্রাণের চেয়ে প্রিয় বান্ধবীকে চেন দিয়ে বেঁধে, পুড়িয়ে মারার অভিযোগ উঠল সেই ভেট্রিমারানেরই বিরুদ্ধে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুর থেলাম্বুরে। মৃতার নাম, আর নন্দিনী।
পুলিশ সূত্রে খবর, দুজনেই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একই অফিসে কাজ করতেন। চেন্নাইতে কর্মরত ছিলেন দুজনে। সম্প্রতি ভেট্রিমারানের সন্দেহ হয়, নন্দিনী তাঁকে সঙ্গে প্রতারণা করছে। তাকে ধোঁকা দিয়ে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সে। সেই আক্রোশেই নন্দিনীরকে খুনের পরিকল্পনা করে ভেট্রিমারান।
নন্দিনীর ২৪তম জন্মদিনে তাঁকে চমকে দেওয়ার অছিলায় চোখ বাঁধার পর আচমকা চেন দিয়ে বেঁধে ফেলে শরীরে আগুন ধরিয়ে দেয় ভেট্রিমারান ওরফে পান্ডিয়া মাহেশ্বরী। সেখানেই মৃত্যু হয় নন্দিনীর। পুলিস অভিযুক্তকে আটক করেছে।