Thursday, August 21, 2025

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ১৫ জনের যে ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করেছেন তাকে ‘ভরাডুবি কমিটি’, বলে কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ বলেন, আসলে লোকসভা নির্বাচনে ফের বিজেপির ভরাডুবি হবে। সেটা অমিত শাহ-জেপি নাড্ডা ভালই জানেন। তাই বিজেপি এখন থেকেই ঠিক করে রাখছে নির্বাচনে ভরাডুবি হলে কাদের ঘাড়ে দোষটা চাপানো যাবে। বিজেপির এই কমিটি তো ভরাডুবি কমিটি!
মঙ্গলবার অমিত শাহ বঙ্গ বিজেপিকে লোকসভায় ৩৫ আসনের টার্গেট দিয়েছেন। এই বিষয়ে কুণালের কটাক্ষ,৩৫ তো অনেক দূরের কথা তিন থেকে পাঁচটা আসন আগে পেয়ে দেখাক বাংলার বুক থেকে, তারপর তো তিন আর পাঁচ মিলিয়ে পঁয়ত্রিশ হবে । কুণাল বলেন,২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেও অমিত সাহাজিরা ডেইলি প্যাসেঞ্জারি করে বহুবার এখানে এসেছিলেন। কাজের কাজ যা হয়েছে, তা বাংলার মানুষ দেখেছে। ওরা যতবার এখানে আসবেন ততবার বাংলার মানুষের মনে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা ততই জোরালো হবে। ততই নো ভোট ফর বিজেপি, শুধু ভোট ফর তৃণমূল জায়গা করে নেবে।
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এদিন ১৫ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করে দিয়েছেন। এই কমিটিতে বিজেপি-র পাঁচ জন কেন্দ্রীয় নেতাকেও রাখা হয়েছে। তবে রাজ্য থেকে কেন্দ্রে বিজেপি-র যে চারজন মন্ত্রী রয়েছেন, তাঁদের ছাড়াই ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়েছে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version