Thursday, August 28, 2025

‘হিন্দু’ বলে কোনও ধর্ম নেই! সঙ্ঘ ও মোদির যুক্তি তুলে মন্তব্য সপা নেতার

Date:

‘হিন্দু বলে কোনও ধর্ম নেই। যা চলছে তা পুরোপুরি ধাপ্পাবাজি।’ আরএসএস ও নরেন্দ্র মোদির বক্তব্য তুলে ধরে এমনটাই বললেন সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য। বলার অপেক্ষা রাখে না মৌর্যর এহেন মন্তব্য জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। দলের অন্দরেও শুরু হয়েছে বিতর্ক। সতীর্থের এহেন মন্তব্যের তীব্র সমালোনা করেছেন সপা মুখপাত্র আইপি সিং।

দিল্লির যন্তরমন্তরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য বলেন, “হিন্দু ধর্ম একটি ধাপ্পাবাজি। ১৯৯৫ সালে দেশের শীর্ষ আদালত জানিয়েছিল হিন্দু কোনও ধর্ম নয় এটি জীবনশৈলী। আরএসএস প্রধান মোহন ভাগবত ২ বার বলেছেন হিন্দু নামের কোনও ধর্ম নেই। বরং এটি জীবন যাপনের একটি পথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন হিন্দু কোনও ধর্ম নয়। যখন এনারা এই ধরণের মন্তব্য করেন তখন কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে না, কিন্তু আমি যখন এই কথা বলি তখন গোটা দেশে সাড়া পড়ে যায়।”

দলের নেতার এহেন মন্তব্যে প্রকাশ্যে আসার পর প্রসাদ মৌর্যের বিরোধিতায় সরব হয়েছে দল। সপা মুখপাত্র আইপি সিং বলেন, “আগে নিজের ঘর সামলান তারপর এইধরণের জ্ঞান দিতে আসবেন। আপনার মেয়ে বিজেপি সাংসদ এবং একজন কট্টর সনাতনী। প্রথমে তাঁকে হিন্দু ধর্ম ও সনাতন ধর্মের ভুল ত্রুটি গুলি বোঝাতে পারতেন। যখন ৫ বছর ধরে বিজেপির সাংসদ ছিলেন তখনতো হিন্দু ধর্ম নিয়ে আপনার মুখ থেকে একটি শব্দও বের হয়নি। আমার মনে হয় আপনি বিজেপির পরামর্শে এই ধরণের মন্তব্য করছেন।

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version