Friday, November 14, 2025

প্রেমিকার বাবাকে পিষে পুলিশ হেফাজতে গজু, কুতুবার ঠাঁই সরকারি হোমে

Date:

পথের কাঁটা হয়ে উঠেছিলেন প্রেমিকার বাবা। বিবাহিতা প্রেমিকাকে ইলোপ করার সময় বাবা শেখ কুদ্দুস গাড়ির সামনে পথ আটকে দাঁড়ানোয় তাঁকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে প্রেমিক। সেই গুণধর প্রেমিক গাজু শেখকে গ্রেফতার করল পুলিশ (Police)। পাশাপাশি মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। এমনিতেই  স্বামীকে হারিয়ে অথৈজলে পড়েছেন স্ত্রী। এখন চিন্তা মেয়ের ভবিষ্যৎ নিয়ে।

বীরভূমের (Birbhum) যজ্ঞনগর গ্রামে প্রেমে বাধা দেওয়ায় মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে প্রেমিক গাজু শেখের বিরুদ্ধে। গজু ও কুতুবা খাতুন একে অপরের সঙ্গে সম্পর্কে ছিল। কিন্তু তাঁদের এই সম্পর্ক মানতে চাননি মেয়ের বাবা-মা। তাঁরা মেয়ের অন্য জায়গায় সম্বন্ধ করে বিয়ে দেন। বিয়ের সাতদিনের মাথায় প্রেমিকা বাপের বাড়ি ফিরলে তাঁকে নিয়ে পালানোর চেষ্টা করেন প্রেমিক। পেশায় গাড়ির চালক গজু একটি গাড়ি নিয়ে হাজির হন কুতুবার বাড়িতে। বিষয়টি দেখতে পেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন কুতুবার বাবা। অভিযোগ, গাড়ি না থামিয়ে তাঁর উপর দিয়েই গাড়ি চালিয়ে পালিয়ে যায় যুগল।

অভিযোগ পেয়েই জেলা পুলিশ সুপার বোলপুর ও নানুর থানার পুলিশকে (Police) নিয়ে একটি স্পেশাল টিম গড়ে দেন। সমস্ত রাস্তায় চেক পোস্ট বসানো হয়। সেই সঙ্গে মোবাইলের টাওয়ার লোকেশন চলতে থাকে। ভোররাতে নতুনহাট ব্রিজ পেরিয়ে পালানোর সময় পুলিশ দুজনকে ধরে। গাজুকে মঙ্গলবার বোলপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। কুতুবাকে পাঠানো হয়েছে সিউড়ি হোমে।

আরও পড়ুন: নারকেলডাঙার প্রতারণা মামলায় শিয়ালদহ আদালতে সলমনের প্রাক্তন নায়িকা জারিন খান

এদিকে, ঘটনার সময় শ্বশুরবাড়িতেই ছিলেন সদ্যবিবাহিত জামাই। তিনিও অভিমান করে নিজের বাড়ি ফিরে গিয়েছেন। এখন মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় সদ্য স্বামীহারা কুতুবার মা।

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version