Saturday, August 23, 2025

দিল্লি যেন এখন ‘কুয়াশারও’ রাজধানী! বি.ঘ্নিত বিমান পরিষেবা

Date:

ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লির আকাশ। বিঘ্নিত হচ্ছে বিমান পরিষেবা। সোমবারের পর মঙ্গলবারও বহু বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়। মোট ৩০টি উড়ান দেরিতে ছেড়েছে বলে জানিয়েছে দিল্লি বিমানবন্দর। একদিকে ঘন কুয়াশা অন্যদিকে বাতাসের গুণগত মান ৪৩৫ অর্থাৎ মারাত্মক খারাপ। সব মিলিয়ে জীবন ওষ্ঠাগত রাজধানীবাসীর। পাঞ্জাবের অমৃতসর এবং পাটিয়ালার দৃশ্যমানতা শূন্যে পৌঁছে গিয়েছিল। হরিয়ানার আম্বালাতেও দৃশ্যমানতা ছিল শূন্য। সকালে ঘন কুয়াশা এবং সারা দিন আকাশ ছিল মেঘলা। গাজিয়াবাদে দিল্লি-মেরঠ জাতীয় সড়কে দৃশ্যমানতা ছিল ২০০ থেকে ৩০০ মিটার। জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় কুয়াশার জন্য বিপদ সঙ্কেত চালু করা হয়।

ঘন কুয়াশার কারণে আজ ৫টি বিমানের দিক পরিবর্তন করা হয় এবং ৩০টি উড়ান দেরিতে ছাড়ে। দিল্লি বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত বহু বিমান রাজস্থানের জয়পুরে পাঠিয়ে দেওয়া হয়। এদিন ঘন কুয়াশার সঙ্গে ছিল ঠান্ডার দাপট। সকালের তাপমাত্রা নেমেছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পশ্চিমাংশ এবং ওড়িশায় ঘন কুয়াশা দেখা যায়। মাঝারি কুয়াশা ছিল পশ্চিম উত্তরপ্রদেশে এবং স্বল্প কুয়াশা ছিল চণ্ডীগড়, বিহার, অন্ধ্রপ্রদেশ উপকূল এবং ত্রিপুরায়। সকাল সাড়ে ৫টার তথ্য অনুযায়ী, দিল্লি এবং সংলগ্ন এলাকায় দৃশ্যমানতা ৫০০ মিটার বা তারও কম ছিল। দিল্লির পালমে ১০০ মিটার এবং সফদরজং-এ দৃশ্যমানতা ছিল ২০০ মিটার।

আরও পড়ুন- কেমন আছেন ওস্তাদ রাশিদ খান? উদ্বিগ্ন অনুরাগীরা

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version