বড়দিনের রাতে ধর্মতলায় বেপরোয়া বাইক চালকের দুর্ঘটনায় মৃত্যু

তখন বড়দিনের উৎসবে মাতোয়ারা তিলোত্তমা কলকাতা (Kolkata)। পার্কস্ট্রিট থেকে বো-ব্যারাক আলো ঝলমলে শহরের বুকে আনন্দে মাতোয়ারা আট থেকে আশি। কিন্তু তার মাখেই ভয়ঙ্কর দুর্ঘটনা। পুলিশ প্রশাসনের সতর্কতা, গাইড লাইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাইক দৌরাত্ম। আর তার জেরে গতির বলি।

সোমবার গভীর রাতে নিউমার্কেট থানা এলাকায় বেপরোয়া বাইক দুর্ঘটনা। ডোরিনা ক্রসিংয়ে বাইক নিয়ে গার্ডরেলে ধাক্কা। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষনা করে। মৃত বাইক চালকের নাম রাহুল কুমার তিওয়ারী (৩২)। তিনি হাওড়ার বাসিন্দা। মাথায় হেলমেট ছিল না। হেলমেট বাইকের পাশে ঝোলানো অবস্থায় ছিল বলেই পুলিশ সূত্রে খবর। মদ্যপ অবস্থায় ছিল কি না খতিয়ে দেখছে হচ্ছে পুলিশ।

Previous articleচলন্ত ট্রেনে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, ব্যাহত ট্রেন চলাচল
Next articleগুরুদুয়ার থেকে কালীঘাট মন্দির, ধর্মীয় তাস খেলে বাংলার মন জয়ের চেষ্টা শাহ- নাড্ডার