Tuesday, August 26, 2025

PMGSY-এর আওতায় রাস্তা তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী, উ.দ্বেগ প্রকাশ সংসদীয় স্থায়ী কমিটির

Date:

Share post:

নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পে। সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে জমা হওয়া অ্যাকশন টেকেন রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় রাস্তা তৈরিতে ব্যবহার করা হচ্ছে অতি নিম্নমানের সামগ্রী যার ফলে সময়ের আগেই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। যার ফলে আবার একই রাস্তায় দ্বিতীয়বার অর্থবরাদ্দ করতে হচ্ছে। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য সুপারিশ করে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। উল্লেখ্য দেশের যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য ২০০০ সালে চালু হয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এখনও পর্যন্ত এই প্রকল্পে ৭ লক্ষ কিলোমিটারের কিছু বেশি রাস্তা তৈরি করা হয়েছে।

পার্লামেন্টে পেশ করা অ্যাকশন টেকেন রিপোর্টে (এটিআর) প্যানেল এর কাছে, গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের দ্বারা যে ব্যখ্যা দেওয়া হয়েছে, রাস্তা তৈরির গুণগত মান পরীক্ষার জন্য সংসদীয় কমিটির দেওয়া মানদণ্ড অনুযায়ী সরকারের করা পদক্ষেপে সন্তুষ্ট নয় কমিটি। প্রসঙ্গত গ্রামোন্নয়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ডিএমকে সাংসদ কানিমোঝি।

রিপোর্ট অনুযায়ী এর আগেও জুলাই মাসে বাদল অধিবেশনের সময় যে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেখানেও গ্রাম সড়ক যোজনায় তৈরি হওয়া রাস্তার গুণগত মান উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছিল। এমনকি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি হওয়া রাস্তার গুণগত মানের সঙ্গে যেভাবে আপোষ করা হচ্ছে, তা অপ্রত্যাশিত বলেও উল্লেখ করা হয়েছিল রিপোর্টে। তা সত্ত্বেও সস্তার দরপত্র ডাকার কারণেই সরকারকে কাজের গুণগত মানের সঙ্গে আপোষ করতে হচ্ছে বলে মত সংসদীয় কমিটির। সংসদীয় কমিটি জানিয়েছে, “এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে রাস্তা নির্মাণে এতটাই নিম্নমানের সামগ্রি ব্যবহার করা হচ্ছে যে, রাস্তা তৈরির পর তা আবহাওয়া এবং যান চলাচলের চাপই সহ্য করতে পারছে না। ফলে একটি মরশুমের বর্ষাতেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে।”

গত জুলাইয়ে করা সুপারিশের প্রেক্ষিতে, দায়সারা ভাবে কেন্দ্রের দেওয়া জবাবে জানানো হয়েছে, ঠিকাদারদের কাজের গুণগতমান যাচাই করা হচ্ছে এবং কাজের গুণগত মান ভাল না হলে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, কমিটির বক্তব্য, “মন্ত্রকে কঠোর বিধি থাকা সত্ত্বেও, কমিটি নিম্নমানের রাস্তা এবং মেয়াদের অনেক আগেই সেই রাস্তা খারাপ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন।” প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় কাজের বরাত দেওয়ার যে সমস্ত নিয়ম আছে সেগুলি যাতে সঠিকভাবে মানা হয়, সেদিকে নজর দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আরও পড়ুন- আগামিকাল কেরালের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে মোহনবাগান

 

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...