Thursday, August 28, 2025

PMGSY-এর আওতায় রাস্তা তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী, উ.দ্বেগ প্রকাশ সংসদীয় স্থায়ী কমিটির

Date:

নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পে। সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে জমা হওয়া অ্যাকশন টেকেন রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় রাস্তা তৈরিতে ব্যবহার করা হচ্ছে অতি নিম্নমানের সামগ্রী যার ফলে সময়ের আগেই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। যার ফলে আবার একই রাস্তায় দ্বিতীয়বার অর্থবরাদ্দ করতে হচ্ছে। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য সুপারিশ করে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। উল্লেখ্য দেশের যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য ২০০০ সালে চালু হয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এখনও পর্যন্ত এই প্রকল্পে ৭ লক্ষ কিলোমিটারের কিছু বেশি রাস্তা তৈরি করা হয়েছে।

পার্লামেন্টে পেশ করা অ্যাকশন টেকেন রিপোর্টে (এটিআর) প্যানেল এর কাছে, গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের দ্বারা যে ব্যখ্যা দেওয়া হয়েছে, রাস্তা তৈরির গুণগত মান পরীক্ষার জন্য সংসদীয় কমিটির দেওয়া মানদণ্ড অনুযায়ী সরকারের করা পদক্ষেপে সন্তুষ্ট নয় কমিটি। প্রসঙ্গত গ্রামোন্নয়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ডিএমকে সাংসদ কানিমোঝি।

রিপোর্ট অনুযায়ী এর আগেও জুলাই মাসে বাদল অধিবেশনের সময় যে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেখানেও গ্রাম সড়ক যোজনায় তৈরি হওয়া রাস্তার গুণগত মান উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছিল। এমনকি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি হওয়া রাস্তার গুণগত মানের সঙ্গে যেভাবে আপোষ করা হচ্ছে, তা অপ্রত্যাশিত বলেও উল্লেখ করা হয়েছিল রিপোর্টে। তা সত্ত্বেও সস্তার দরপত্র ডাকার কারণেই সরকারকে কাজের গুণগত মানের সঙ্গে আপোষ করতে হচ্ছে বলে মত সংসদীয় কমিটির। সংসদীয় কমিটি জানিয়েছে, “এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে রাস্তা নির্মাণে এতটাই নিম্নমানের সামগ্রি ব্যবহার করা হচ্ছে যে, রাস্তা তৈরির পর তা আবহাওয়া এবং যান চলাচলের চাপই সহ্য করতে পারছে না। ফলে একটি মরশুমের বর্ষাতেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে।”

গত জুলাইয়ে করা সুপারিশের প্রেক্ষিতে, দায়সারা ভাবে কেন্দ্রের দেওয়া জবাবে জানানো হয়েছে, ঠিকাদারদের কাজের গুণগতমান যাচাই করা হচ্ছে এবং কাজের গুণগত মান ভাল না হলে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, কমিটির বক্তব্য, “মন্ত্রকে কঠোর বিধি থাকা সত্ত্বেও, কমিটি নিম্নমানের রাস্তা এবং মেয়াদের অনেক আগেই সেই রাস্তা খারাপ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন।” প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় কাজের বরাত দেওয়ার যে সমস্ত নিয়ম আছে সেগুলি যাতে সঠিকভাবে মানা হয়, সেদিকে নজর দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আরও পড়ুন- আগামিকাল কেরালের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে মোহনবাগান

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version