Saturday, August 23, 2025

তিন সপ্তাহের বেশি সময় শারীরিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার মাঝে কাঁধে অস্ত্রোপচারও হয়েছে কামারহাটির বিধায়কের। অবশেষে মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পেলেন মদন মিত্র। এদিন দুপুরে হাসপাতাল থেকে ট্রলিতে করে বাইরে নিয়ে আসা হয় তৃণমূলের বর্ষীয়ান বিধায়ককে। সেখান থেকে গাড়িতে সোজা ভবানীপুরের বাড়িতে যান মদন মিত্র।

এদিকে ছুটি পেলেও শারীরিকভাবে এখনও বেশ দুর্বল মদন মিত্র। শাল মুড়ি দিয়ে বাইরে আনা হয় তাঁকে। বাড়ি যাওয়ার পথে খুব আস্তে বলতে শোনা গেল “ভাল নেই।” চিকিৎসকরা জানিয়েছেন, মদন মিত্রের অস্ত্রোপচার সফল হলেও এখন বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ ও বেঁধে দেওয়া ডায়েট।

উল্লেখ্য, চলতি মাসের ৪ ডিসেম্বর রাতে শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমের হাসপাতালে ভর্তি করা হয় মদনকে। ক্রমে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। আইসিইউ-তে থাকাকালীনই তাঁর প্রবল শ্বাসকষ্ট ও খিঁচুনি শুরু হয়। সে সময়েই খিঁচুনির কারণে বেডের পাশে যে রেলিং থাকে, তাতে বিধায়কের বাঁ হাতে আঘাত লাগে এবং তাঁর বাঁ কাঁধের একটি হাড় ভেঙে যায়। সেই জায়গায় গত ১৩ ডিসেম্বর মদনের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তাঁর বাঁ কাঁধে টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে। অস্ত্রোপচারের পরেও বেশ কিছুদিন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর অবশেষে ছুটি পেয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মদন মিত্র।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version