Thursday, August 28, 2025

ডায়লগবাজিই সার! বিজেপির ‘ইলেকশন ম্যানেজমেন্ট টিম’-এ ব্রাত্য ‘জাত গোখরো’ মিঠুন

Date:

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বদান্যতায় রাজ্যসভার সদস্য হয়েছিলেন। কিন্তু সেই কৃতজ্ঞতা ভুলে গেরুয়া শিবিরে নাম লিখিয়ে ২১-এর নির্বাচনে ভোট প্রচার বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন। নিজের সিনেমার বাছা-বাছা ডায়লগ বলে আসর জমাতে চেয়েছিলেন। কিন্তু আদপে তা কাজে আসেনি। এবার সেই জাত গোখরো মিঠুন চক্রবর্তীকেই (Mithun Chakrabarty) ব্রাত্য করল বিজেপি (BJP)। কলকাতায় এসেছেন অমিত শাহ-জেপি নাড্ডা। তাঁদের পৌরহিত্য চলছে লোকসভা ভোটের রূপরেখা নিয়ে আলোচনা। সেখানে ডাকা হয়নি মিঠুনকে। এখানেই শেষ নয়, নির্বাচন সামলাতে যে কমিটি গঠন হয়েছে তাতেও ঠাঁই হয়নি টিভি শো-এর ‘মহাগুরু’র।

এবারই প্রথম নয়। সম্প্রতি বঙ্গ বিজেপির কোর কমিটির কোনও বৈঠকেই মিঠুন ডাক পাননি বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে মিঠুনের সম্পর্কের দূরত্ব নিয়ে কানাঘুষো চলছে। অথচ এই মিঠুনকে দিয়েই তৃণমূলকে পরাস্ত করতে একুশের বিধানসভা ভোটের আগে বিভিন্ন জায়গায় ভোট প্রচার তাঁকে নিয়ে গিয়ে বক্তৃতা করিয়েছে বঙ্গ বিজেপি। সিনেমার সংলাপ আওড়েছেন মিঠুন (Mithun Chakrabarty)। বলেছেন, “আমি জাত গোখরো।“ একাধিক ‘হিট’ সংলাপ আওড়ে ভোটারদের চাঙ্গা করতে চেয়েছিলেন মিঠুন। কিন্তু বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পরেই জাত গোখরো-র সঙ্গে দূরত্ব তৈরি করে বঙ্গ বিজেপি। এবার লোকসভা ভোটকে পাখি চোখ করে নতুন নির্বাচনী কমিটি গঠন করল পদ্ম শিবির। আর সেখানে ঠাঁই হয়নি মিঠুনের। বঙ্গ বিজেপির তৎকাল নেতাদের চাপে কোণঠাসা দিলীপ ঘোষ ওই কমিটিতে জায়গা পেয়েছেন। এমনকী আরেক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও রয়েছেন কমিটিতে। কিন্তু জায়গা হয়নি মিঠুনের।


Related articles

নিম্নচাপের শক্তি বাড়তেই দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি

আশঙ্কা সত্যি করে বঙ্গোপসাগরে শক্তি বাড়ালো নিম্নচাপ। আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও...

বিধানসভা ভোটের আগে পাক জঙ্গি সংগঠনের হামলার ছক, বিহার জুড়ে চরম সতর্কতা জারি

দুয়ারে বিহার বিধানসভা ভোট(Bihar Election)। জোর কদমে চলছে শাসক বিরোধী দলের প্রচার। ভোটের মুখে বিহারে জঙ্গি হামলার ছক।...

ছাব্বিশে আরও সিট বাড়বে তৃণমূলের, ৫০ পেরোবে না বিজেপি: সমাবেশ থেকে দাবি মমতা-অভিষেকের

আগামী বছরই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে তৃণমূলের (TMC) আসন...

পারিবারিক রাজনীতি? জয় শাহ কী করে আইসিসি চেয়ারম্যান?

মেয়ো রোডে টিএমসিপির(TMCP) প্রতিষ্ঠা দিবসে সভা থেকে পারিবারিক রাজনীতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীকে একহাত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।...
Exit mobile version