Tuesday, November 4, 2025

২২ দিন পর ছুটি পেয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মদন মিত্র

Date:

তিন সপ্তাহের বেশি সময় শারীরিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার মাঝে কাঁধে অস্ত্রোপচারও হয়েছে কামারহাটির বিধায়কের। অবশেষে মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পেলেন মদন মিত্র। এদিন দুপুরে হাসপাতাল থেকে ট্রলিতে করে বাইরে নিয়ে আসা হয় তৃণমূলের বর্ষীয়ান বিধায়ককে। সেখান থেকে গাড়িতে সোজা ভবানীপুরের বাড়িতে যান মদন মিত্র।

এদিকে ছুটি পেলেও শারীরিকভাবে এখনও বেশ দুর্বল মদন মিত্র। শাল মুড়ি দিয়ে বাইরে আনা হয় তাঁকে। বাড়ি যাওয়ার পথে খুব আস্তে বলতে শোনা গেল “ভাল নেই।” চিকিৎসকরা জানিয়েছেন, মদন মিত্রের অস্ত্রোপচার সফল হলেও এখন বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ ও বেঁধে দেওয়া ডায়েট।

উল্লেখ্য, চলতি মাসের ৪ ডিসেম্বর রাতে শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমের হাসপাতালে ভর্তি করা হয় মদনকে। ক্রমে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। আইসিইউ-তে থাকাকালীনই তাঁর প্রবল শ্বাসকষ্ট ও খিঁচুনি শুরু হয়। সে সময়েই খিঁচুনির কারণে বেডের পাশে যে রেলিং থাকে, তাতে বিধায়কের বাঁ হাতে আঘাত লাগে এবং তাঁর বাঁ কাঁধের একটি হাড় ভেঙে যায়। সেই জায়গায় গত ১৩ ডিসেম্বর মদনের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তাঁর বাঁ কাঁধে টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে। অস্ত্রোপচারের পরেও বেশ কিছুদিন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর অবশেষে ছুটি পেয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মদন মিত্র।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version