Friday, August 22, 2025

তিন সপ্তাহের বেশি সময় শারীরিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার মাঝে কাঁধে অস্ত্রোপচারও হয়েছে কামারহাটির বিধায়কের। অবশেষে মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পেলেন মদন মিত্র। এদিন দুপুরে হাসপাতাল থেকে ট্রলিতে করে বাইরে নিয়ে আসা হয় তৃণমূলের বর্ষীয়ান বিধায়ককে। সেখান থেকে গাড়িতে সোজা ভবানীপুরের বাড়িতে যান মদন মিত্র।

এদিকে ছুটি পেলেও শারীরিকভাবে এখনও বেশ দুর্বল মদন মিত্র। শাল মুড়ি দিয়ে বাইরে আনা হয় তাঁকে। বাড়ি যাওয়ার পথে খুব আস্তে বলতে শোনা গেল “ভাল নেই।” চিকিৎসকরা জানিয়েছেন, মদন মিত্রের অস্ত্রোপচার সফল হলেও এখন বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ ও বেঁধে দেওয়া ডায়েট।

উল্লেখ্য, চলতি মাসের ৪ ডিসেম্বর রাতে শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমের হাসপাতালে ভর্তি করা হয় মদনকে। ক্রমে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। আইসিইউ-তে থাকাকালীনই তাঁর প্রবল শ্বাসকষ্ট ও খিঁচুনি শুরু হয়। সে সময়েই খিঁচুনির কারণে বেডের পাশে যে রেলিং থাকে, তাতে বিধায়কের বাঁ হাতে আঘাত লাগে এবং তাঁর বাঁ কাঁধের একটি হাড় ভেঙে যায়। সেই জায়গায় গত ১৩ ডিসেম্বর মদনের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তাঁর বাঁ কাঁধে টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে। অস্ত্রোপচারের পরেও বেশ কিছুদিন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর অবশেষে ছুটি পেয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মদন মিত্র।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version