Friday, November 14, 2025

ধর্মীয় বিশ্বাসের রাজনীতিকরণ চলছে: রামমন্দির উদ্বোধনে যাবেন না ইয়েচুরি

Date:

Share post:

সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে রাজনীতিকরণ চলছে। সেটাও আবার রাষ্ট্রের মদতে। ফলস্বরূপ এই ধরণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিলেন সিপিএমের পলিটব্যুরো নেতা সীতারাম ইয়েচুরি। ফলে কপিল সিবালের পর এই অনুষ্ঠানে না যাওয়ার তালিকায় যোগ হল আরও একটি নাম। অবশ্য কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, অধীর চৌধুরীকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, তাঁরা যাবেন কিনা তা এখনও জানা যায়নি।

সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মঙ্গলবার ওই অনুষ্ঠানে অংশ না নেওয়ার কথা কথা জানিয়ে ইয়েচুরি বলেন, “আমি এখনও এই বিষয়ে কাউকে কিছু বলিনি। নৃপেন্দ্র মিশ্র এবং বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরা আমার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। ধর্মে বিশ্বাস যার যার ব্যক্তিগত বিষয়। আমরা তা সম্মান করি। প্রত্যেক ধর্মের মানুষের নিজেদের ইচ্ছেমতো ধর্মীয় আচরণ পালন করার অধিকার রয়েছে দেশে। তবে সংবিধান অনুযায়ী এ দেশ কোনও নির্দিষ্ট ধর্মকে চিহ্নিত করে না। রিলিজিয়াস স্টেটের মর্যাদা পায় না ভারত। কিন্তু, এ ক্ষেত্রে দেখা যাচ্ছে রাম মন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে। জনগণের ধর্মীয় বিশ্বাস নিয়ে সোজাসাপটা রাজনীতি করা হচ্ছে। যা ভারতের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেও রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্র পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং অধীর রঞ্জন চৌধুরী। কপিল সিবল জানিয়েছেন, রাম তাঁদের মনে রয়েছে। সেটিকে শো অফ করার জন্য রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকার কোনও প্রয়োজন পড়বে না কংগ্রেসের। তবে সোনিয়া গান্ধী উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি মেলেনি। যদিও আমন্ত্রণের তালিকায় নেই রাহুল গান্ধী।

spot_img

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...