Thursday, August 28, 2025

‘ডাঙ্কি’ থেকে কেন বাদ রোম্যান্টিক ডুয়েট, কারণ জানালেন শান!

Date:

শরণার্থীদের সমস্যা নিয়ে সিনেমা (Dunki) তৈরি করেছেন পরিচালক রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। চলতি বছরে এটা শাহরুখ খানের (Shahrukh Khan)তৃতীয় সিনেমা। হিরানি ঘরানার সঙ্গে এই প্রথম নিজেকে ম্যাচ করালেন শাহরুখ। ছবি দেখে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়েছে। কেউ বলছেন বলিউড বাদশা তাঁর জীবনের অন্যতম সেরা অভিনয় করেছেন। কারোর মতে এই সিনেমাটা এই সময় মুক্তি পাওয়া উচিত হয়নি। সিনেমার গান নিয়ে একেকজনের একেক রকমের মতামত হলেও, অরিজিৎ আর সোনুর গান বেশ প্রশংসা পেয়েছে। আর তার সঙ্গেই জুড়েছে বিতর্ক। সিনেমার জন্য নাকি শান এবং শ্রেয়া ঘোষাল (Shaan and Shreya Ghoshal) একটি রোম্যান্টিক গান গেয়েছিলেন। অথচ পরিচালকটা শেষ মুহূর্তে বাদ দিয়েছেন। কেন? বিতর্কের আঁচ ছড়িয়ে পড়ার আগেই মুখ খুললেন স্বয়ং গায়ক।

২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত ছবি ডাঙ্কি (Dunki)।সোশ্যাল মিডিয়ায় রীতিমত চর্চা চলছে ডাঙ্কি নিয়ে। বলিউড তারকারাও বেশ প্রশংসা করেছেন এই ছবির। শান সিনেমা দেখেছেন। তিনিও খুশি চিত্রনাট্যের ট্রিটমেন্ট দেখে। এই ছবির জন্য শান ‘দূর কহি দূর’ নামের একটি গান গেয়েছিলেন। তাতে মহিলা কন্ঠ ছিল শ্রেয়া ঘোষালের শ্রেয়া ঘোষালের। কাশ্মীরে শ্যুট করা হয়েছিল গানটির। কিন্তু শেষ পর্যন্ত এডিট করার সময় পরিচালক রাজকুমার হিরানি গানটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। এই প্রসঙ্গে শান বলেন ‘উনি আমার বিষয়ে খুবই ট্রান্সপারেন্ট ছিলেন, আমি সেটার প্রসংশা করি। ওঁর ভাবনাটা বুঝিও কারণ ছবিই ওনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। তবে হয়তো আগামী কোনও প্রজেক্টে আপনারা গানটি শুনতে পারবেন।’ জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা শ্রেয়া ঘোষাল অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version