পঞ্চায়েতের ৫০ হাজার কর্মী স্বাস্থ্যবিমার আওতায়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

একাধিক নতুন নিয়োগের সিদ্ধান্তও অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো মন্ত্রিসভায় অনুমোদন পেল রাজ্যের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার বিল। এর ফলে ৫০ হাজার কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন। পাশাপাশি কর্মী নিয়োগ, কর্মী বদলি থেকে কর্মীদের স্বাচ্ছন্দ নিয়ে একাধিক সিদ্ধান্ত বুধবার নেওয়া হয়।

সরকারি কর্মচারী সংগঠনের আবেদনের ভিত্তিতে এপ্রিলমাসে পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যে সরকারের অধীনে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে মোট কর্মীর সংখ্যা ৩০ হাজার। অবসরপ্রাপ্ত কর্মী ২০ হাজার। এবার থেকে এই ৫০ হাজার কর্মী ক্যাশলেস চিকিৎসা বিমার সুবিধা পাবেন।

মন্ত্রিসভার সিদ্ধান্তের পর রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক মানস ভুঁইয়া দাবি করেন এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক সরকারি কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে।

Previous articleবিদায় বেলায় নিজের পজিশনে পছন্দের ক্রিকেটারের নাম বলে সমালোচিত ওয়ার্নার
Next articleআদালত অবরোধের ডাক দেওয়া হলে তা কি অপরাধের হবে?