Monday, November 10, 2025

হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেওয়া হোক, পাকিস্তানকে চিঠি ভারতের

Date:

২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেওয়া হোক। এবার সরাসরি এই আবেদন জানিয়ে পাকিস্তানকে চিঠি দিল ভারত। জঙ্গিনেতার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু করতে চেয়ে চিঠি দিয়েছে ভারত। যদিও পাকিস্তানের তরফে এই বিষয়ে এখনও কোনও সদুত্তর আসেনি বলেই জানা যাচ্ছে।

মুম্বই হামলার পরেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় রয়েছেন লস্কর-ই-তইবার (Lashkar-E-Taiba) প্রতিষ্ঠাতা। রাষ্ট্রসংঘেও তাঁকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। তবে এই সবকিছুর পরও পাকিস্তানের মাটিতে বহাল তবিয়তে রয়েছে হাফিজ। এমনকি সেখানে সে নির্বাচনে প্রার্থী হচ্ছে বলেও জানা যাচ্ছে। এহেন হাফিজের প্রত্যর্পণ চেয়ে আগেও আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। তবে দু’দেশের কোনও প্রত্যর্পণ চুক্তি না থাকার কারণে বারবার ধাক্কা খেয়েছে সেই প্রক্রিয়া।

সরকারি সূত্রে জানা যাচ্ছে এহেন হাফিজকে হেফাজতে চেয়ে ইসলামাবাদকে চিঠি দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়েছে, হাফিজ সইদকে ভারতে পাঠানো হোক। দ্রুত শুরু হোক প্রত্য়র্পণের আইনি প্রক্রিয়া। তাহলে ২৬/১১ হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করা যেতে পারে। যদিও সংশ্লিষ্ট মহলের দাবি ভারতের তরফে হাফিজকে প্রত্যার্পনের আবেদন জানানো হলেও পাকিস্তানের তরফে অন্যান্যবারের মতো এবারও সেই আবেদনে সাড়া দেওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কারণ এই মুহূর্তে পাক রাজনীতির অন্যতম বড় নাম হাফিজ। যার মাথার উপর হাত রয়েছে আইএসআইয়ের। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন। পাক ইংরেজি দৈনিক ডনের খবর, গোটা দেশে সমস্ত প্রদেশে প্রার্থী দিচ্ছে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ। এই দলের প্রতিষ্ঠাতা হাফিজ স্বয়ং। লাহোরে প্রার্থী হচ্ছেন হাফিজের ছেলে তালহা সইদ। এই হাফিজপুত্রকেও ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে ভারত।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version