Sunday, August 24, 2025

সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ আকার নিচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War)। এই যুদ্ধের শেষ কোথায়? বা আদৌ এই যুদ্ধ শেষ হবে কী না তা নিয়ে চরম সংশয় রয়েছে। আর এমন আবহেই এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন নেপালের বিদেশমন্ত্রী (Nepal Foreign Minister)। এমপি সৌদ (MP Saud) জানিয়েছেন, যুদ্ধের শুরুর সময় থেকে বিভিন্ন সময়ে নেপালিরা (Nepalese) রুশ সেনাবাহিনীতে (Russian Army) যোগ দিয়েছিলেন। কিন্তু তাঁদের মধ্যে প্রায় ১০০ নেপালির বর্তমানে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আহত হয়েছেন অনেকেই। সম্প্রতি এমনই অভিযোগ রাশিয়ার বিদেশ মন্ত্রকেও জানিয়েছেন এমপি সৌদ। আর এমন খবর সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। এই বিষয়ে অবিলম্বে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও (Vladimir Putin) সাহায্যপ্রার্থনা করেছেন তিনি।

মঙ্গলবার এমপি সৌদ বলেন, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া নাগরিকদের প্রায় ১০০ নেপালি নিখোঁজ হয়েছেন। এছাড়া যোগদানকারীর মধ্যে সাত জন নেপালি প্রাণ হারিয়েছেন বলে খবর। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য নেপালে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে বিদেশ মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। কিন্তু সেই সম্পর্কে কোনও সঠিক তথ্য দিতে পারেনি রাশিয়ার মন্ত্রণালয়। নেপালের বিদেশমন্ত্রী এরপরই আশঙ্কাপ্রকাশ করে বলেন, রুশ সেনাবাহিনীতে যোগদানকারী নেপালিদের সংখ্যা এর চেয়ে আরও বেশি হতে পারে। শুধু তাই নয় রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে কমপক্ষে চার নেপালি ইউক্রেনের হাতে যুদ্ধবন্দি হয়েছেন বলে খবর। এবার সেই নেপালিদের ফিরিয়ে আনতেই উঠেপড়ে লাগল নেপাল সরকার। জানা গিয়েছে, খুব শীঘ্রই ইউক্রেনের সঙ্গে এবিষয়ে বিস্তারিত কথা বলবে নেপাল সরকার।

তবে ২০০২ সালের ফেব্রুয়ারির শেষের দিক থেকে শুরু হলেও এখনও দু’দেশের মধ্যে তুমুল লড়াই চলছে। যুদ্ধের জেরে এখনও পর্যন্ত ঠিক কতজন মানুষ প্রাণ হারিয়েছেন তা বলা কার্যত অসম্ভব। আর তাঁদের মধ্যে কীভাবে এখন ১০০ নেপালির খোঁজ মিলবে তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে।

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version