Monday, November 10, 2025

কংগ্রেসের ‘ভারত ন্যায় যাত্রা’ নিয়ে প্রস্তুতি তুঙ্গে, ৮৫ জেলা পেরোবেন রাহুল

Date:

এবার ১৪ জানুয়ারি থেকে শুরু হবে রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’। আর তারই রুট চূড়ান্ত করার জন্য আগামী ৪ জানুয়ারি বৈঠক ডেকেছে কংগ্রেস হাইকমান্ড।এই কর্মসূচির রুট, লোগো চূড়ান্ত করতেই এই বৈঠক হতে চলেছে বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে।রাহুল গান্ধীর নেতৃত্বে ৬৭ দিনের এই যাত্রা ১৪ টি রাজ্যের মধ্য দিয়ে হবে। সেই অনুযায়ী কংগ্রেসের ১৪ জন রাজ্য সভাপতি এবং দলের সংসদীয় নেতাদের নিয়ে এই বৈঠক হতে চলেছে আগামি ৪ জানুয়ারি। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, একই দিনে ‘ভারত ন্যায় যাত্রা’-র লোগোও প্রকাশ করা হবে।তবে যাত্রার রুট ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৮ জানুয়ারি।এই যাত্রার থিম সং প্রকাশিত হবে ১২ জানুয়ারি। যাত্রা শুরুর দুদিন আগে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবারের যাত্রা ভারতজোড়ো যাত্রার মতো পুরো পথ পায়ে হেঁটে নয় বরং কয়েক কিলোমিটার হেঁটে বাকি যাত্রা বাসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রাপথে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন রাহুল গান্ধী। মনিপুর থেকে মুম্বাই, ভারতের পূর্ব থেকে পশ্চিমে মোট ৮৫ টি জেলার মধ্য দিয়ে যেতে সময় লাগবে মোট ৬৭দিন।

প্রায় এক বছর আগে, রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পায়ে হেঁটে ‘ভারত জোড়ো যাত্রা’ সম্পন্ন করেছিলেন। ১৩৬ দিনে তিনি পাড়ি দিয়েছিলেন ৪ হাজার কিলোমিটারের বেশি পথ । ভারত জোড়ো যাত্রার-ই দ্বিতীয় ভাগ এই ভারত ন্যায় যাত্রা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ২০২৪ এ লোকসভা ভোটের আগে দ্বিতীয়বারের এই যাত্রা মণিপুর আবেগে শান দিয়েই রাহুল গান্ধী শুরু করবেন উত্তর-পূর্বের রাজ্য থেকে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version