Sunday, August 24, 2025

কংগ্রেসের ‘ভারত ন্যায় যাত্রা’ নিয়ে প্রস্তুতি তুঙ্গে, ৮৫ জেলা পেরোবেন রাহুল

Date:

এবার ১৪ জানুয়ারি থেকে শুরু হবে রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’। আর তারই রুট চূড়ান্ত করার জন্য আগামী ৪ জানুয়ারি বৈঠক ডেকেছে কংগ্রেস হাইকমান্ড।এই কর্মসূচির রুট, লোগো চূড়ান্ত করতেই এই বৈঠক হতে চলেছে বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে।রাহুল গান্ধীর নেতৃত্বে ৬৭ দিনের এই যাত্রা ১৪ টি রাজ্যের মধ্য দিয়ে হবে। সেই অনুযায়ী কংগ্রেসের ১৪ জন রাজ্য সভাপতি এবং দলের সংসদীয় নেতাদের নিয়ে এই বৈঠক হতে চলেছে আগামি ৪ জানুয়ারি। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, একই দিনে ‘ভারত ন্যায় যাত্রা’-র লোগোও প্রকাশ করা হবে।তবে যাত্রার রুট ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৮ জানুয়ারি।এই যাত্রার থিম সং প্রকাশিত হবে ১২ জানুয়ারি। যাত্রা শুরুর দুদিন আগে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবারের যাত্রা ভারতজোড়ো যাত্রার মতো পুরো পথ পায়ে হেঁটে নয় বরং কয়েক কিলোমিটার হেঁটে বাকি যাত্রা বাসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রাপথে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন রাহুল গান্ধী। মনিপুর থেকে মুম্বাই, ভারতের পূর্ব থেকে পশ্চিমে মোট ৮৫ টি জেলার মধ্য দিয়ে যেতে সময় লাগবে মোট ৬৭দিন।

প্রায় এক বছর আগে, রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পায়ে হেঁটে ‘ভারত জোড়ো যাত্রা’ সম্পন্ন করেছিলেন। ১৩৬ দিনে তিনি পাড়ি দিয়েছিলেন ৪ হাজার কিলোমিটারের বেশি পথ । ভারত জোড়ো যাত্রার-ই দ্বিতীয় ভাগ এই ভারত ন্যায় যাত্রা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ২০২৪ এ লোকসভা ভোটের আগে দ্বিতীয়বারের এই যাত্রা মণিপুর আবেগে শান দিয়েই রাহুল গান্ধী শুরু করবেন উত্তর-পূর্বের রাজ্য থেকে।

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version