গেমিং অ্যাপ কা.ণ্ডে এবার নিউটাউনে ধৃ.ত ২

গেমিং অ্যাপ কাণ্ডে ফের শহরে গ্রেফতারে ২। ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ কাণ্ডে এবার অভিজাত আবাসন থেকে দুজনকে গ্রেফতার করল ইডি। ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল কয়েক লক্ষ টাকাও। ধৃতদের নাম সন্তোষ ও সাগর। তারা দুজনই ঝাড়খণ্ডের বাসিন্দা।

প্রসঙ্গত, গত বুধবার সন্ধেয় পাটনা থেকে ইডির একটি টিম কেষ্টপুরের রবীন্দ্রপল্লির তালবাগান অঞ্চলের এক বাড়িতে হানা দেন। সেখানে ভাড়া থাকে রবিন যাদব নামে এক ব্যক্তি। মূলত তাঁর বিরুদ্ধে বিহারের পাটনায় অনলাইন জালিয়াতির অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে ইডি আধিকারিকেরা রবিন যাদবের সন্ধান পান। কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে রবিনসের ভাড়াবাড়িতে হানা দেয় ইডি। রবিনস সেই সময় ওই বাড়িতে ছিল না। তদন্তকারীদের দাবি, সেখান থেকে প্রায় à§§ কোটি ৮৫ লক্ষ টাকা উদ্ধার হয়। এর পরই নিউটাউনের আবাসনে হানা দিয়ে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন:রাঘব চাড্ডার নাম খারিজ ধনকড়ের! রাজ্যসভায় আপের নেতা রইলেন সঞ্জয় সিং