প্যালেস্টাইনি শরণার্থীদের জন্য টাকা পাঠাল ভারত!

রাষ্ট্রপুঞ্জের সঙ্গে হওয়া চুক্তি অনুসারে প্যালেস্টাইনি শরণার্থীদের (Palestinian refugees) জন্য দ্বিতীয় দফায় অর্থ সাহায্য পাঠাল নয়াদিল্লি (New Delhi)। প্রথম দফায় ২৫ লক্ষ ডলার আগেই পাঠানো হয়েছিল। বছরের শেষে বাকি টাকা কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে বলে খবর। রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে পশ্চিম এশিয়ায় এই অর্থ সাহায্য পাঠিয়েছে ভারত (Central Government)। দ্বিতীয় দফার টাকার পরিমাণ প্রায় ২০ কোটি ৭৮ লক্ষ।

চুক্তি অনুযায়ী বছরে পঞ্চাশ লক্ষ ডলার পাঠানোর কথা ভারতের। সেইমতো চলতি বছরের শেষেই বাকি ২৫ লক্ষ ডলার পাঠিয়ে দিল নয়া দিল্লি। রাষ্ট্রপুঞ্জের ‘রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি’র (UNRWA) মাধ্যমে ওই অর্থ পশ্চিম এশিয়ায় পৌঁছবে। এই সংগঠন সরাসরি প্যালেস্টাইনে টাকা পাঠায়। ১৯৫০ সাল থেকে এরা স্বেচ্ছাসেবী মূলক কাজ করে চলেছে। রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলি এই সংগঠনের মাধ্যমে সামর্থ্য অনুযায়ী অর্থসাহায্য পাঠায়। চলতি বছর জুড়ে ইজরায়েল এবং হামাসের যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্যালেস্টাইন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে ত্রান সামগ্রী প্যালেস্টাইনে পাঠিয়েছে ভারত।গত নভেম্বরে প্রথম দফার অর্থসাহায্য পশ্চিম এশিয়ায় পাঠিয়েছিল ভারত। দ্বিতীয় দফার অর্থ গেল ডিসেম্বরের শেষে।