Saturday, January 10, 2026

বর্ষবরণের অনুষ্ঠানে ‘না’! পাকিস্তানে জারি ক.ড়া নি.ষেধাজ্ঞা, নেপথ্যে কোন কারণ?

Date:

Share post:

প্যালেস্টাইনের (Palestine) পরিস্থিতি উদ্বেগজনক। আর সেকারণেই নববর্ষের অনুষ্ঠান (New Year Celebration) পালন থেকে নিজেদের বিরত থাকার সিদ্ধান্ত ঘোষণা করল পাকিস্তান (Pakistan)। বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে একথাই জানিয়েছেন পাকিস্তানের তদারকি সরকারের প্রধানমন্ত্রী (Prime Minister) আনোয়ারুল হক কাকর। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে কাকর বলেছেন, নববর্ষ উদযাপনে দেশবাসীকে সংযম ও নম্রতা প্রদর্শন করতে হবে। যুদ্ধ-বিধ্বস্ত গাজার বাসিন্দাদের সঙ্গে সংহতির প্রকাশের জন্য পাক সরকারের এই সিদ্ধান্ত। তবে আচমকা প্যালেস্টাইনের প্রতি পাকিস্তানের ‘সদয়’ হওয়ার বিষয়টি ভালো চোখে দেখতে নারাজ রাজনৈতিক মহল। তাঁদের মতে, এমনিতেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা তলানিতে। আর সেকারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সেদেশের সরকার।

অস্থায়ী প্রধানমন্ত্রী আরও জানান, প্যালেসস্টাইনের উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে নববর্ষের উদযাপনের জন্য যেকোনও ধরনের অনুষ্ঠানের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে সরকারের পক্ষ থেকে। পাশাপাশি ইজরায়েলি বাহিনীর তীব্র নিন্দা করে পাক প্রধানমন্ত্রী দাবি করেন, হিংসার সব সীমা অতিক্রম করে গিয়েছে। এখনও পর্যন্ত গাজায় কমপক্ষে ৯ হাজার শিশুকে হত্যা করা হয়েছে। তিনি মনে করিয়ে দেন, ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজায় যে ভাবে নিরস্ত্র মানুষ, শিশু আর মহিলাদের হত্যা করা হয়েছে, তাতে পাকিস্তান এবং গোটা ইসলামিক দুনিয়া ক্ষুব্ধ। আর সেকারণেই প্যালেস্টাইনবাসীদের প্রতি সহমর্মিতা দেখাতেই এমন সিদ্ধান্ত পাক সরকারের।

এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ২০ হাজারেরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই মহিলা ও শিশু। শুধু তাই নয়, যুদ্ধের জেরে গাজার মোট বাসিন্দার প্রায় ৮৫ শতাংশই বাস্তুচ্যুত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে তাঁদের জায়গা হয়েছে আশ্রয় শিবিরে। ইজরায়েল বর্তমানে গাজায় স্থলপথে হামলা চালাচ্ছে। এর ফলে, আরও বহু গাজাবাসী ঘরছাড়া হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

 

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...