Saturday, May 24, 2025

প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পরই শাস্তির মুখে রোহিতরা, কাটা গেল বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের পয়েন্ট

Date:

এ যেন গোদের উপর বিষফোঁড়া। একেই তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস এবং ৩২ রানে হারে তারপর উপর আবার শাস্তির খাড়া। গতকাল প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ হেরে উঠতেই আইসিসির শাস্তির কবলে পড়তে হল টিম ইন্ডিয়াকে। এই শাস্তির কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও বড়সড় ধাক্কা খেল ভারতীয় দল। মন্থর ওভার রেটের কারণে ২ পয়েন্ট কাটা গেল রোহিত শর্মাদের। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও নেমে গেল ভারত। পঞ্চম স্থানে ছিল টিম ইন্ডিয়া। এই ২ পয়েন্ট কাটা যাওয়ার পর ষষ্ঠ স্থানে নেমে গেল রোহিতরা।

মন্থর ওভার রেটের কারণে প্রথমত, ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ করে জরিমানা করা হয়। দ্বিতীয়ত, টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের ২ পয়েন্ট কেটে নেওয়া হয় রোহিতদের। যার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বিরাট ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে একটি টেস্ট জিতেছে, একটি ড্র করেছে এবং একটি হেরেছে। ৩৬ পয়েন্টের মধ্যে ১৬ পয়েন্ট পেয়েছিল ভারত। তারা ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ছিল। কিন্তু শাস্তির কারণে ২ পয়েন্ট কেটে নেয় আইসিসি। ফলে এখন ভারতের কাছে রয়েছে ৩৮.৮৮ শতাংশ পয়েন্ট। ফলে অস্ট্রেলিয়ার থেকে নীচে নেমে গেল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে কী বললেন রোহিত শর্মা?

Related articles

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি: ব্যবস্থা নেওয়ার বার্তা বিদেশমন্ত্রকের

গোটা দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে বসবাসকারী (illegal immigrants) বাংলাদেশি নাগরিকদের তালিকা তৈরি হয়েছে। এবার বাংলাদেশকে...

২৪ ঘণ্টায় ভাগ্য বদল হাভার্ডের! ট্রাম্পের নির্দেশে স্থগিতাদেশ আদালতের 

দেশের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তি আটকে দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে...

খালি হাতে আসবেন না: রাজ্যে অমিত শাহর সফরের আগে দাবি তৃণমূলের 

রাজ্যে ফের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বদের। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

হাত হারানো ইমতিয়াজ থেকে পা খোয়ানো রাফিয়া: রাজৌরিতে খোঁজ নিলেন তৃণমূল প্রতিনিধিরা

বৃহস্পতিবার গিয়েছিলেন পুঞ্চের হামলার শিকার এলাকাগুলিতে। আর শুক্রবার রাজৌরির (Rajouri) জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজে গিয়ে তৃণমূল...
Exit mobile version