বেশ কিছুদিন ধরে এই সোশ্যাল মিডিয়ায় সাজিদ খানের (Sajid Khan) মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল। প্রকাশ্যে এসে অভিনেতা পরিচালক নিজেই সব ধোঁয়াশা দূর করলেন। সোশ্যাল মিডিয়ায় (Social media) একটি ভিডিও প্রকাশ করে তিনি জানান, সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোথাও কোনও সমস্যা নেই। একটি ভিডিও করে তিনি সকলকে জানিয়েছেন যে সাজিদ খান নামের যে অভিনেতার মৃত্যু হয়েছে তিনি ১৯৫১ সালে জন্মেছিলেন। এই সাজিদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

সোশ্যাল মিডিয়ায় একটি সাদা কাপড়ে নিজেকে সম্পূর্ণ আবৃত করে চমক দেওয়ার চেষ্টা করেন সাজিদ। ভূতের মত অঙ্গভঙ্গি করার পর নিজেই চাদর সরিয়ে প্রকাশ্যে এসে জানান সম্পূর্ণ সুস্থ আর ভাল আছেন। মিডিয়ার একাংশ তাঁর মৃত্যু সংবাদ নিয়ে অপপ্রচার করছে বলেও এই দিন জানান সাজিদ।
