উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি প্রক্রিয়ায় ফের স্থগিতাদেশ!

স্কুল সার্ভিস কমিশনের (SSC ) তরফে রাজ্যের শিক্ষা দফতরকে এই স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধির আবেদন জানানো হয়েছিল। রাজ্য সরকার (Government of West Bengal) তা মেনে নিয়েছে। 

রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টালের (Utsashree Portal of West Bengal Government) মাধ্যমে নিজেদের বদলির জন্য আবেদন করতে পারেন সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। কিন্তু এই প্রক্রিয়ায় আপাতত স্থগিতাদেশ দেওয়া হল। আগামী ৩০ জুন পর্যন্ত ওই প্রক্রিয়া বন্ধু থাকবে বলে সরকারি সূত্রে খবর। আগেই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। এবার তা আরও ৬ মাস বাড়ানো হল। স্কুল সার্ভিস কমিশনের (SSC ) তরফে রাজ্যের শিক্ষা দফতরকে এই স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধির আবেদন জানানো হয়েছিল। রাজ্য সরকার (Government of West Bengal) তা মেনে নিয়েছে।

 

রাজ্যে সরকারি স্কুলগুলিতে শিক্ষকদের বদলি যাতে স্বচ্ছভাবে হয় সেই কারণে উৎসশ্রী পোর্টাল তৈরি করা হয়। এখানে বলা হয়েছে যে কোনও শিক্ষক যদি নিজের জেলার স্কুল বা বাড়ির কাছের স্কুলে আবেদন করতে চান সেক্ষেত্রে তাঁরা এই পোর্টালটির মাধ্যমে আবেদন জানাতে পারেন। তবে আপাতত এই বদলি কিছুদিন স্থগিত থাকবে। উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য তৎপর হয়েছে রাজ্য সরকার। নতুন নিয়োগ, প্রশাসনিক বদলি ইত্যাদি কারণে আবেদনের ভিত্তিতে সাধারণ বদলি এবং বিশেষ বদলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাজ্য শিক্ষা দফতরের তরফে নতুন করে একটি নির্দেশিকা দিয়ে বলা হয়, স্কুল সার্ভিস কমিশনের অনুরোধে স্কুল শিক্ষা দফতরকে উৎসশ্রী পোর্টাল মারফত শিক্ষক বদলি বন্ধ রাখার মেয়াদ ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকার নতুন নিয়োগের বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে। আর সেই কারণে সমস্ত জেলায় কত শূন্যপদ রয়েছে তা নির্দিষ্ট করে জানা প্রয়োজন।যদি এই সময়ের মধ্যে পোর্টালটি চালু থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট তথ্য সামনে আনা সম্ভব নয়।