কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীকে দেখে এলেন অভিষেক

শুক্রবার রুটিন চেকআপ করতে এসএসকেএম হাসপাতালে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার কাঁধে একটি ছোট অস্ত্রোপচার হয়। এবার শনিবার সন্ধ্যেয় মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখতে তাঁর কালীঘাটের বাড়িতে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সাতটা নাগাদ মুখ্যমন্ত্রী বাড়ি যান অভিষেক। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি শহরে ছিলেন না। তবে বাইরে থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের সমস্ত রকম খোঁজ খবর রাখছিলেন। শনিবার শহরের ফেরার পরই কালীঘাটে মমতার বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এরপর একেবারেই সুস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। বাড়ি থেকেই করছেন সমস্ত সরকারি কাজ।

Previous articleইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ যোগ, ৪ জনকে ফাঁসি দিল ইরান
Next articleদায়িত্বে মদন মিত্র, NAAC-এর A+ গ্রেড পেল দক্ষিণেশ্বরের হীরালাল কলেজ