Wednesday, November 5, 2025

নজরে লোকসভা ভোট! অযোধ্যায় একাধিক ট্রেনের উদ্বোধন করে দেশবাসীর মন জয়ের চেষ্টা মোদির

Date:

ভোট বড় বালাই। আর সেকারণেই লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ‘রাম’ নামেই বাজিমাত করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার সকাল সকাল অযোধ্যা (Ayodhya) পৌঁছে রোড শোয়ের পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর তার মধ্যে উল্লেখযোগ্য মোট ৮ ট্রেনের (Train) উদ্বোধন। তবে মুখে না বললেও রাম জন্মভূমি থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন নমো। এদিন অযোধ্যা ধাম স্টেশনের ফেজ ১ উদ্বোধনের পাশাপাশি, মোট ৮টি নতুন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই ৮ ট্রেনের মধ্যে রয়েছে ২টি অমৃত ভারত এক্সপ্রেস ও ৬ টি বন্দে ভারত এক্সপ্রেস।

শনিবার সকালে রোড শোয়ের পর বেলার দিকে সবুজ পতাকা উড়িয়ে একইসঙ্গে এই ট্রেনগুলোর শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী। দুই অমৃত ভারত ট্রেনের মধ্যে একটি ট্রেন যাবে দ্বারভাঙা- অযোধ্যা হয়ে দিল্লি। অন্যদিকে দ্বিতীয় অমৃত ভারত ট্রেনটি মালদা টাউন- বেঙ্গালুরু পৌঁছে যাবে বলে খবর। পাশাপাশি এদি ৬টি বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই ৬ টি ট্রেনের রুট, বৈষ্ণো দেবী কাটরা- নয়াদিল্লি, কোয়েম্বাটুর- বেঙ্গালুরু, জালনা- মুম্বই, অযোধ্যাধাম জংশন- দিল্লি, ম্যাঙ্গালুরু- মাডগাঁও, অমৃতসর- দিল্লি। এতদিন দেশজুড়ে মোট ৩৪টি বন্দে ভারত এক্সপ্রেস চলত কিন্তু শনিবার থেকে সেই সংখ্যা বেড়ে হল ৪০।

উল্লেখ্য, অমৃত ভারত এক্সপ্রেসে এই প্রথম ব্যবহার করা হয়েছে আধা স্থায়ী কাপলিং। যা ট্রেনের যাত্রীদের শক প্রুফ অভিজ্ঞতা প্রদান করবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই ট্রেন দুটি জেনারেল ও স্লিপার কোচের হলেও, শীঘ্রই অমৃত ভারত এক্সপ্রেসে থাকবে এসি কোচও। তবে স্লিপারে এই ট্রেনের ভাড়া বর্তমানের ট্রেনগুলোর তুলনায় ১৭ শতাংশ বেশি। যা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে বিস্তর প্রশ্ন।

 

 

 

Related articles

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...

রিচা বরণের অপেক্ষায় শিলিগুড়ি, কবে হবে সিএবির জমকালো সংবর্ধনা অনুষ্ঠান?

বিশ্বকাপ জিতে ঘরে ফিরছেন বঙ্গ কন্যা রিচা ঘোষ(Richa Ghosh)। বিশ্বকাপজয়ীকে বরণ করে নিতে তৈরি বাংলা(Bengal)। রিচার জন্মভূমি, বেড়ে...

‘অন্য বিয়ের’ কাহিনি!

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা...

‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে নদিয়ায় চরম উত্তেজনা, BSF – পুলিশ সংঘর্ষ

নদিয়ার চাপড়া এলাকায় নিষিদ্ধ কফসিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশ (WB Police)।...
Exit mobile version