রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! SSKM-র উডবার্নেও নিখরচায় চিকিৎসা, জেনে নিন নিয়ম

এবার রাজ্যের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM-র হাইপ্রোফাইল উডবার্ন ওয়ার্ডে বিনা খরচে চিকিৎসা করাতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সার্টিফিকেট থাকতে হবে। আগামী জানুয়ারি মাস থেকেই এই পরিষেবা চালু হবে। এর ফলে প্রায় ৪ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে খবর।

ইচ্ছে থাকলেও অর্থের কারণে রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা করাতে পারেন না রাজ্য সরকারি কর্মচারীরা। এবার সরকারি কর্মচারীরা সেই সুযোগ পাবেন। এ বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল। সম্প্রতি এসএসকেএমের সুপার পীযূষ রায় অর্থ দফতরের সঙ্গে একটি চুক্তি করেন। তারপরেই কবে থেকে এই পরিষেবা শুরু হবে সেবিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

প্রাথমিকভাবে ঠিক হয়েছে, জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে এই পরিষেবা চালু করা হবে। পাশাপাশি উডবার্ন ছাড়াও যে ভবন নির্মাণ হচ্ছে সেখানে ১৫০ টি কেবিন চালু করা হবে। সেই কেবিনে ভর্তির সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা। কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, মেডিসিন, নিউ মেডিসিন-সহ বিভিন্ন চিকিৎসার সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা।

 

রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM। এই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ৩৫ টি শয্যা রয়েছে। ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের বাইরে যেতে হয় না। সেখানেই রয়েছে ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান, ইকো কার্ডিওগ্রাফির ব্যবস্থা। একেবারে নার্সিংহোমের মতোই পরিষেবা পাওয়া যায় এই ব্লকে। ফলে এই ওয়ার্ডে চিকিৎসা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। এই ওয়ার্ডের ৩৫টি কেবিনের মধ্যে ১২ টি কেবিনের দৈনিক ভাড়া ৪০০০ টাকা করে, ১০টি কেবিনের ভাড়া দৈনিক আড়াই হাজার টাকা করে এবং ৬ টি ডবল বেড কেবিনের ভাড়া ২০০০ টাকা করে।