Sunday, November 9, 2025

ভারতের আবেদনে ‘না’! হাফিজকে নয়াদিল্লির হাতে তুলে দিতে নারাজ পাকিস্তান, নেপথ্যে আজব যুক্তি

Date:

একাধিকবার আবেদন জানালেও নিজেদের অবস্থানে অনড় পাকিস্তান (Pakistan)। ২৬/১১ মুম্বাই হামলার (Mumbai Attack) মূল চক্রী তথা লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে (Hafeez Saeed) নয়াদিল্লির (New Delhi) হাতে একেবারেই তুলে দিতে নারাজ তারা। পাক সরকারের তরফে সাফ জানানো হয়েছে, ইচ্ছে থাকলেও ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রত্যর্পণ সংক্রান্ত কোনও চুক্তি নেই। আর সেকারণেই পাকিস্তানের (Pakistan) জেলে বন্দি সইদকে ভারতের হাতে তুলে দিতে অপারগ তারা। এমনই জানানো হয়েছে ইসলামাবাদের তরফে। আর পাকিস্তানের এমন মন্তব্যের পরই শুরু হয়েছে চাপানউতোর। রাজনৈতিক মহলের মতে, হাফিজ সইদকে কোনওভাবেই ভারতে পাঠাতে চাইছে না পাকিস্তান। উল্টে তাকে আড়াল করতে একাধিক ফন্দি বের করছে।

শুক্রবার পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানান, ভারত সরকারের তরফে পাকিস্তানকে একটি অনুরোধ বার্তা পাঠানো হয়েছে। সেখানে একটি অর্থ তছরুপের মামলায় বিচারের জন্য হাফিজ সইদকে সে দেশে পাঠানোর আবেদন করা হয়েছে। সেই প্রসঙ্গেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, মনে রাখা জরুরি যে, ভারত আর পাকিস্তানের মধ্যে কোনও বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। তবে পাকিস্তান এমন একটি যুক্তি খাড়া করতে পারে, তা নিয়ে আগে থেকেই জোর চর্চা চলছিল। অবশেষে শুক্রবার সেটাই সত্যি হল।

উল্লেখ্য, শুক্রবারই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, একাধিক মামলায় হাফিজকে জিজ্ঞাসাবাদ করতে চায় ভারত। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দিয়ে সুনির্দিষ্ট কিছু মামলায় তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য হাফিজকে ভারতে চেয়ে পাঠানো হয়েছে।

 

 

 

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version