Thursday, August 21, 2025

আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, ভারতে ভোটের আবহে কবে জ্বালানি তেল ‘সস্তা’ করবে মোদি সরকার!

Date:

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ২ শতাংশ। ব্যারেল প্রতি ব্রেন্ড ক্রুড অয়েল (Crude Oil) বিক্রি হচ্ছে কমবেশি ৭৯ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েল বিক্রি হয়েছে ৭৫ ডলারের নীচে। এই পরিস্থিতিতে ভারতেও জ্বালানি তেলের দাম কমা উচিত। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardip Shingh Puri) ইতিমধ্যেই কেন্দ্রকে সেই সুপারিশ করছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। কিন্তু তাও দেশের বাজারে পেট্রোল-ডিজেলের দাম কমাচ্ছে না কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের দিকে নজর রেখেই আরও পরে অর্থাৎ ভোটের মুখে দাম কমাবে মোদি সরকার। যাতে সেই উদাহরণ দেখিয়ে প্রচারের পালে হাওয়া টানা যায়।

দিল্লিতে পেট্রোল-ডিজেলের দাম ১০০টাকার নীচে হলেও, কলকাতা-সহ দেশের অন্যান্য মেট্রো শহরে পেট্রোলের দাম ১০০টাকার উপরে। কলকাতায় শনিবারের দাম লিটার প্রতি ১০৬.০৩ টাকা। আর ডিজেল একশোর সামান্য কম। কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crud Oil) দাম কমেছে। ২ শতাংশ কমে এখন ব্যারেল প্রতি দাম ৮০ ডলারের নীচে। এই পরিস্থিতি ভারতের বাজারেও জ্বালানি তেলের দাম কমার কথা। সেই মতো ইঙ্গিতও দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী।

কিন্তু মোদি সরকারের চোখ লোকসভা ভোটে। সেই কারণে ভোটের মুখে দাম কমিয়ে ইভিএম ভরাতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এটা তাদের পুরনো চাল। যে কোনও নির্বাচনের আগেই জ্বালানি তেল, রান্নার গ্যাসে দাম কমিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করে বিজেপি। ভোটপর্ব মেটার শুধু অপেক্ষা। ইভিএম স্ট্রং রুমে ঢোকার আগেই দাম বাড়িয়ে দেয়। এবারেও সেই কৌশলই নিয়েছে মোদি সরকার- মনে করছে রাজনৈতিক মহল। সেই কারণেই আন্তর্জাতিক বাজারে  অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে দাম কমানো হয়নি। তবে, আগামী বছরের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম কমানো কথা ঘোষণা হতে পারে। দেশের সব জায়গাতেই ১০টাকা মতো কমিয়ে ১০০ টাকার নীচে দুই জ্বালানি তেলের দাম রাখবে কেন্দ্র।

Related articles

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

২১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

ছেলেকে খুন করে FBI-র হাতে ধৃত মোস্ট ওয়ান্টেড মহিলার ভারত যোগ

নিজের ছ’বছরের পুত্র সন্তানকে খুনের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ঘটনা ২০২৩ সালের। তবে তারপর থেকে মার্কিন নাগরিক(American...

Gold Silver Price: ঠাণ্ডা হচ্ছে বাজার, ইঙ্গিত সোনার দামে

সোমবার ২১ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ৯৮৯০ ₹     ৯৮৯০০ ₹ খুচরো পাকা সোনা   ৯৯৪০...
Exit mobile version