ওভারহেডের তার ছিড়ে চরম বিপত্তি হাওড়ায়। বন্ধ ট্রেন চলাচল। এই মুহূর্তে হাওড়া স্টেশনের ১৩, ১৪ এবং ১৫ নম্বর প্লাটফর্ম থেকে দক্ষিণ পূর্ব রেলের কোনও ট্রেন ছাড়া হচ্ছে না বলে খবর। ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে যাত্রীরা। স্টেশনের মধ্যেই রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নিত্যযাত্রীরা।

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া স্টেশনের রেল ইয়ার্ডের কাছে ওভার হেডের তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। নতুন করে তার জুড়ে ফের রেল পরিষেবা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। কাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। যার জেরেই দক্ষিণ পূর্ব রেলের আমতা লোকাল পাঁশকুড়া লোকাল এবং খড়গপুর লোকাল বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে অফিস থেকে ফেরার ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।
