সাতসকালে বিড়লা মন্দিরের সামনে ভ.য়াবহ দু.র্ঘটনা! দু.মড়ে মু.চড়ে গেল গাড়ি

বছরের শেষদিনে ফের শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। রবিবার সকাল ৬টা নাগাদ বিড়লা মন্দিরের (Birla Temple) কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে ফুটপাথের উপর উঠে যায় ক্ষতিগ্রস্ত গাড়ি। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সকালে বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, দু’টি বিলাসবহুল গাড়িতে এদিন বন্ধুদের একদল ফিরছিল। দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে ছিলেন চারজন। কোনওভাবে তা গতি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। একেবারে দুমড়ে মুচড়ে যায় সাদা গাড়ি। এদিকে দুর্ঘটনার পরই গাড়িতে থাকা দলটি অপর গাড়িতে চেপে ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালিগঞ্জ থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে শুরু হয়েছে তদন্ত। ঘটনার পরে ৪ বন্ধুই অন্য গাড়িতে করে চলে যায়। গাড়ি চালাচ্ছিল সেই ৪ বন্ধুরই একজন। তবে ঠিক কি কারণে দূর্ঘটনা তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।