Saturday, November 15, 2025

‘রাজ্য সঙ্গীত’-এর সমালোচকরা আগামী দিনে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন, বিজেপিকে তোপ কুণালের

Date:

রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে এক মিনিট ৫৯ সেকেন্ড ধরে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’ বাংলার মাটি বাংলার জল।এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আগেই তো মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন। সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের থেকে মতামত চাওয়া হয়েছিল।১ লা বৈশাখের দিকে পাল্লা ভারি ছিল।বিজ্ঞপ্তি দিয়ে সেটা ঘোষণা করা হয়েছে।
এই বিষয়ে বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কুণাল বলেন, বহু রাজ্যেই একটি নির্দিষ্ট দিন রাজ্য দিবস হিসেবে পালন হয়, এটা নতুন কিছু নয়। তার কটাক্ষ, বিজেপিও তো একটা তারিখ চাপিয়ে দিতে চেয়েছিল। সেই তারিখটা হলে তখন কোনও কথা নয়। যেটা বাংলার মানুষ চাইছেন বাংলার সংস্কৃতি থেকে উঠে এসেছে সেই দিনটাই সরকার গ্রহণ করেছে। কুণাল মনে করিয়ে দেন, পয়লা বৈশাখ দিনটি সারা বিশ্বজুড়ে বাঙালিরা পালন করেন। বিজেপির যে নেতা নেত্রীরা বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করছেন,ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছেন তারা আগামিদিনে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন।

প্রসঙ্গত, মুখ্যসচিব হয়েই এই নতুন নির্দেশিকা জারি করেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আর সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে অপরিবর্তিত থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা। পাশাপাশি নির্দেশিকায়, প্রতি বছর পয়লা বৈশাখ ‘শ্রদ্ধা এবং মর্যাদা’-র সঙ্গে ‘রাজ্য দিবস’ পালনের কথাও বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু…’, এই গানটিকে ‘রাজ্য সঙ্গীত’ করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব পাশ হয় বিধানসভাতে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version