Monday, November 3, 2025

বর্ষশেষে বন্যপ্রেমে মাতলো চিড়িয়াখানা, উপচে পড়া ভিড় শহরের বিনোদন পার্কে!

Date:

বর্ষশেষের (Year Ending) বিষাদের সুর ভ্যানিশ হয়েছে অচিরেই। সপ্তাহের শেষ, মাসের শেষ এবং বছরের শেষ -এই ত্রিবেণী সঙ্গম ঘটেছে সুপার সানডেতে। তাই নস্টালজিয়ার স্মৃতি রোমন্থন নয় বরং আড্ডা, গান, হুল্লোড়, পিকনিকেই বর্ষবরণের প্রহর গুনছে আজকের প্রজন্ম। বয়স যাই হোক, বন্যপ্রেমের অমোঘ আকর্ষণে আজও ছুটির দিনে ভিড়ের রেকর্ড গড়ে চলেছে আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoological Garden)। বড়দিনের পর ৩১ ডিসেম্বরেও (year ending celebration) কচিকাঁচা থেকে প্রেমিক-প্রেমিকা কিংবা বয়স্ক দম্পতিদের সমানভাবে আকর্ষণ করে চলেছে বাঘ, সিংহ, জিরাফ, হাতিরা।

বছর শেষে পিকনিক মুডে বাঙালি ঘর ছেড়েছে কোন সকালে। কারোর টার্গেট সায়েন্স সিটির রোপওয়ে, কেউ আবার নিক্কো পার্ক (Nicco Park) দেখাতে চান বাড়ির ছোট সদস্যকে। অনেকেই আজ গোটা ইকোপার্ক ঘুরবেন বলে পণ করেছেন।

লুচি আলুরদম কিংবা মোগলাই- চাউমিনে দ্রুত লাঞ্চ সেরেই সাদা বাঘ, চিতাবাঘ, হাতি, জিরাফ, জেব্রা-সহ ও বিভিন্ন ধরনের পাখির খাঁচার বাইরে খুদেদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। আনন্দসন্ধ্যা শুরুর আগে বন্যপাড়ায় সব বয়সীদের উন্মাদনা আরও একবার শৈশবের দিনগুলোকে মনে করিয়ে দিচ্ছে। শীত না থাকায় বছরের শেষ দিনটায় কার্যত ঘেমেনেয়ে ঘুরছেন সাধারণ মানুষ। কিছুটা গরম অনুভূত হলেও উৎসাহে ভাটা পড়ার উপায় নেই। ভিক্টোরিয়া- ময়দান- নন্দন চত্বরেও লাল টুপি পড়ে সেলফি নিতে ব্যস্ত তরুণ তরুণী। কেউ আবার বিড়লা প্ল্যানেটোরিয়ামের শো টাইম সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। তবে সূর্য পশ্চিমে পাড়ি দিতেই সব পায়ের গন্তব্য যে পার্ক স্ট্রিট, সেটা বেশ পরিষ্কার। বছর শেষে বিভিন্ন হোটেল এবং ক্লাবগুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহরের বড় বড় অর্গানাইজাররা মুম্বই থেকে সংগীত শিল্পী এনে অনুষ্ঠান করাচ্ছেন। ফলে যে যার নিজের মতো করেই বছরের শেষ দিনটা উপভোগ করছেন। চাওয়া পাওয়ার হিসেবকে কিছুটা হলেও ব্যাক ফুটে রেখে আনন্দে জোয়ারে গা ভাসিয়ে নতুন বছর বরণ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version