Saturday, November 8, 2025

বর্ষশেষে বন্যপ্রেমে মাতলো চিড়িয়াখানা, উপচে পড়া ভিড় শহরের বিনোদন পার্কে!

Date:

বর্ষশেষের (Year Ending) বিষাদের সুর ভ্যানিশ হয়েছে অচিরেই। সপ্তাহের শেষ, মাসের শেষ এবং বছরের শেষ -এই ত্রিবেণী সঙ্গম ঘটেছে সুপার সানডেতে। তাই নস্টালজিয়ার স্মৃতি রোমন্থন নয় বরং আড্ডা, গান, হুল্লোড়, পিকনিকেই বর্ষবরণের প্রহর গুনছে আজকের প্রজন্ম। বয়স যাই হোক, বন্যপ্রেমের অমোঘ আকর্ষণে আজও ছুটির দিনে ভিড়ের রেকর্ড গড়ে চলেছে আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoological Garden)। বড়দিনের পর ৩১ ডিসেম্বরেও (year ending celebration) কচিকাঁচা থেকে প্রেমিক-প্রেমিকা কিংবা বয়স্ক দম্পতিদের সমানভাবে আকর্ষণ করে চলেছে বাঘ, সিংহ, জিরাফ, হাতিরা।

বছর শেষে পিকনিক মুডে বাঙালি ঘর ছেড়েছে কোন সকালে। কারোর টার্গেট সায়েন্স সিটির রোপওয়ে, কেউ আবার নিক্কো পার্ক (Nicco Park) দেখাতে চান বাড়ির ছোট সদস্যকে। অনেকেই আজ গোটা ইকোপার্ক ঘুরবেন বলে পণ করেছেন।

লুচি আলুরদম কিংবা মোগলাই- চাউমিনে দ্রুত লাঞ্চ সেরেই সাদা বাঘ, চিতাবাঘ, হাতি, জিরাফ, জেব্রা-সহ ও বিভিন্ন ধরনের পাখির খাঁচার বাইরে খুদেদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। আনন্দসন্ধ্যা শুরুর আগে বন্যপাড়ায় সব বয়সীদের উন্মাদনা আরও একবার শৈশবের দিনগুলোকে মনে করিয়ে দিচ্ছে। শীত না থাকায় বছরের শেষ দিনটায় কার্যত ঘেমেনেয়ে ঘুরছেন সাধারণ মানুষ। কিছুটা গরম অনুভূত হলেও উৎসাহে ভাটা পড়ার উপায় নেই। ভিক্টোরিয়া- ময়দান- নন্দন চত্বরেও লাল টুপি পড়ে সেলফি নিতে ব্যস্ত তরুণ তরুণী। কেউ আবার বিড়লা প্ল্যানেটোরিয়ামের শো টাইম সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। তবে সূর্য পশ্চিমে পাড়ি দিতেই সব পায়ের গন্তব্য যে পার্ক স্ট্রিট, সেটা বেশ পরিষ্কার। বছর শেষে বিভিন্ন হোটেল এবং ক্লাবগুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহরের বড় বড় অর্গানাইজাররা মুম্বই থেকে সংগীত শিল্পী এনে অনুষ্ঠান করাচ্ছেন। ফলে যে যার নিজের মতো করেই বছরের শেষ দিনটা উপভোগ করছেন। চাওয়া পাওয়ার হিসেবকে কিছুটা হলেও ব্যাক ফুটে রেখে আনন্দে জোয়ারে গা ভাসিয়ে নতুন বছর বরণ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version