Monday, November 10, 2025

হিন্দিতে কথা বলার জন্য সহকর্মীকে কটাক্ষ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Date:

নানা ভাষা, নানা মত, নানা পরিজন নিয়ে ১৪০ কোটির ভারতবর্ষ। বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষার প্রচলন রয়েছে। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নিজস্ব ভাষাকে অতিক্রম করে বিদেশী ভাষা ইংরেজির আধিপত্য যে বেশ প্রভাব বিস্তার করে ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইংরেজি না জানলে ‘শিক্ষিত’ তকমা মেলে না এমন ভ্রান্ত ধারণাও দেশের বেশিরভাগ মানুষের মনে তৈরি হয়েছে। তবে এটাও ঠিক যে বিভিন্ন রাজ্যের মানুষের ভাষা বিভিন্ন রকম হওয়ার কারণে, দেশীয় কর্মক্ষেত্রে অনেকেরই একে অন্যের কথা বুঝতে মাঝেমধ্যে সমস্যা হয়। অফিস মিটিংয়ের এমনই এক ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যেখানে সহকর্মীকে হিন্দির পরিবর্তে ইংরেজি ভাষা ব্যবহার করার জন্য রীতিমতো ধমক দেওয়া হচ্ছে।

আমাদের দেশে যেহেতু অফিশিয়ালি কোনও ‘প্রধান’ ভাষা নেই, তাই বৈশ্বিক দিক থেকে প্রায় সকলেই ইংরেজি ভাষায় স্বচ্ছন্দ বলেই ধরে নেওয়া হয়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে মিটিং চলাকালীন হিন্দিভাষী কর্মীকে (নাম: বিবেক) অনুরোধ জানানো হয় ইংরেজিতে কথা বলার জন্য। ওই কর্মী প্রথমে নিজের কথা বলা ইংরেজি ভাষায় শুরু করলেও কিছু সময় পরে তিনি হিন্দি ভাষায় কথা বলতে শুরু করেন। এতেই চটে যান সহকর্মীরা। এক তামিল মহিলাকর্মী স্পষ্টত তাঁকে বলেন ‘বিবেক, তুমি হিন্দিতে কথা বলছ কেন? ইংরেজিতে বলো। আমি কি তোমার সঙ্গে তামিল ভাষায় কথা বলছি?’ এখানেই শেষ নয় বাকি সহকর্মীরাও এই বিষয়টিকে ঘিরে বিবেককে ভর্ৎসনা করতে থাকেন। গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পর নানা মুনির নানা মত।

কেউ বলছেন ইংরেজি ভাষাকে বেশিমাত্রায় প্রাধান্য দেওয়া হচ্ছে, আবার কেউ বলছেন সকলে বুঝতে পারবেন এমন একটা ভাষাকে গুরুত্ব দিলে তাতে অন্যায়ের কী রয়েছে? যে ব্যক্তির সঙ্গে এমন ঘটনা ঘটেছে তিনি প্রকাশ্যেই নিয়ে কিছু না বললেও, তাঁর অফিসের ঊর্ধ্বতন এক কর্মী জানিয়েছেন যে আঞ্চলিক ভাষায় কথা বললে অনেকের বোঝার সমস্যা হয়। সেই কারণেই ওই ব্যক্তিকে ইংরেজিতে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছিল।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version