Friday, December 19, 2025

দেশে বাড়ছে বেকারত্ব, রামমন্দির সাজাতে গুজরাট থেকে আসছে মোদি-যোগী ছাপ গোলাপ!

Date:

Share post:

একদিকে বেকারত্বের শীর্ষে গোটা দেশ। সেই সময়ই রামমন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে তত বাড়ছে এই ‘উৎসবে’ নতুন নতুন পাতা সংযোজন। বাড়ছে খরচের বোঝা। গোটা দেশের মানুষকে মন্দির উদ্বোধনে যুক্ত করতে বিভিন্ন এলাকার বিভিন্ন উদ্যোগকে তুলে ধরা হচ্ছে। এবার রামলালার দরবার সাজানোর জন্য বিশেষ গোলাপ আনা হচ্ছে গুজরাট থেকে। গোলাপের পাপড়িতে (rose petal) যেমন রামের ছবি আঁকা থাকবে, তেমনই থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি, এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও। কার্যত মন্দির উদ্বোধনের মধ্যে দিয়ে নিজের ও দলের প্রচারই যে লক্ষ্য নরেন্দ্র মোদির, এই ফুলও সেই প্রমাণই দিচ্ছে।

গুজরাটের এক ফুল ব্যবসায়ী বিশেষ লেসার প্রযুক্তিতে (laser technology) গোলাপের পাপড়িতে ফুটিয়ে তুলেছেন নানা ছবি। কোনও পাপড়িতে রামের ছবি। কোনওটিতে ছবির বদলে লেখা রামলালা। কোথাও রামমন্দিরের (RamMandir) ছবি। তবে মন্দির বা রামের বাইরে সেখানে জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবিও। ব্যবসায়ীর এই ফুল দিয়ে সাজবে রামলালার দরবার। সেই দরবার সাজানোর অনুমতি দেয় রামমন্দির কমিটি। এমনকি নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র নিতে হয় রাজ্য প্রশাসনের কাছ থেকে।

ফুল ব্যবসায়ী অশোক ধনশালী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে দরবার সাজানোর জন্য অনুমতি দিয়েছেন। অর্থাৎ তিনি নিজেও দেখেছেন ফুলের পাপড়িতে কী ছবি রয়েছে। অশোকের দাবি বেশ কয়েক বছরের প্রচেষ্টায় ফুলের পাপড়িতে ছবি ফুটিয়ে তোলার প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করতে শুরু করেছে তারা। তাই এখনও বাজারে বাণিজ্যিকভাবে তার ব্যবহার শুরু হয়নি। রামমন্দিরেও বিনা পারিশ্রমিকেই সেই ফুল আসছে। বিনা ব্যয়ে রামমন্দির ঘিরে ভোটের প্রচারের একধাপ যদি এগিয়ে যাওয়া যায়, সেই লাভ কুড়াতেও থামছেন না উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার, তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...