Friday, August 22, 2025

মমতাকে সামনে রেখেই লোকসভায় লড়বে সংঘবদ্ধ তৃণমূল, প্রতিষ্ঠা দিবসে বার্তা রাজ্য সভাপতির

Date:

দলের ২৭তম প্রতিষ্ঠা দিবস থেকেই দেশজুড়ে বিজেপি উৎখাতের সংকল্প তৃণমূলের। আজ, পয়লা জানুয়ারি। নতুন বছরের সূচনা। ১৯৯৮ সালে এই দিনটিতে তৎকালীন রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের। অনেক ঝড়-ঝাপটা, ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে দেশের অন্যতম প্রতিষ্ঠিত দল তৃণমূল। জোড়াফুলের ২৭ তম জন্মদিনের বছরেই হতে চলেছে দেশের সরকার গঠনের আরও একটি নির্বাচন। ফলে সব দিক থেকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বছরে নতুন সংকল্প নিয়ে প্রতিষ্ঠা দিবস থেকে তৃণমূল নেতৃত্বের বার্তা— ‘বিজেপির হাতে দেশ নিরাপদ নয়’।

প্রতি বছরই দলের প্রতিষ্ঠা দিবসের দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে থাকে তৃণমূল। আজও দিনভর শহর থেকে জেলা একাধিক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি রয়েছে তৃণমূলের। এদিন সকালে মেট্রোপলিটনে তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার সহ নেতৃত্ব।

আর কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন। রাজ্যের ৪২টি আসনকেই পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। লোকসভা ভোটের প্রস্তুতি পুরোদমে নেমে পড়ার সংকল্প নেবেন তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা। ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন, বিজেপি হটাও, দেশ বাঁচাও। সেই স্লোগানের সঙ্গে সুর মিলিয়ে তৃণমূল নেতৃত্ব বলছেন, বিজেপির হাতে দেশ নিরাপদ নয়। কেন্দ্রের বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে দুর্দিন। রামমন্দিরকে সামনে রেখে ধর্মীয় উন্মাদনা তৈরি করে যাবতীয় ‘ব্যর্থতা’ ঢাকার মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। মানুষের স্বার্থেই তাই এই সরকার বদল জরুরি। লোকসভা ভোটকে মাথায় রেখে এদিন থেকেই সর্বত্র প্রচার কর্মসূচিতে নেমে পড়তে চলেছেন তৃণমূল নেতৃত্ব। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন আর কেন্দ্রে মোদি সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ ও বঞ্চনা— এটাই হাতিয়ার হতে চলেছে তৃণমূলের।

এদিন সুব্রত বক্সির ভাষণে উঠে আসে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের লড়াইয়ের কথা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দলের সকলে লডা়ই করবেন বলেই জানান তিনি।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version