Monday, November 10, 2025

 ফের মণিপুরে হিংসার বলি ৪, জঙ্গি হামলায় আহত ৪ পুলিশ কর্মী সহ ১ জওয়ান

Date:

ফের মণিপুরে হিংসার ঘটনা। নতুন বছরেই রক্তাক্ত হল মণিপুর। সোমবার বিকেলে উপত্যকায় থৌবল জেলায় গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হয়েছে চার জনের। আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঠেকাতে মণিপুর সরকার রাজধানীতে ইম্ফল সহ উপত্যকার পাঁচ জেলায় কার্ফু জারি করেছে। থৌবল ছাড়াও তালিকায় রয়েছে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর এবং ককচিং।গুরুতর আহত হয়েছেন আরও ৪। হিংসার জেরে ফের কারফিউ শুরু করছে মণিপুর প্রশাসন। এরপর আজ, মঙ্গলবার মণিপুরের মোরেহ শহরে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের অতর্কিত হামলায় ৪ পুলিশ কমান্ডো এবং এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন।

পয়লা জানুয়ারি বিকেলে থৌবালের লিলং এলাকায় শুরু হয় গোষ্ঠী সংঘর্ষ। ইম্ফল থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত লিলং। সেখানেই চলে গুলির লড়াই। জানা গিয়েছে, সেনার পোশাক পরে কমপক্ষে ২৫ জন জঙ্গি হাজির হয় গ্রামের একটি বাড়িতে। দাবি করে বিপুল অঙ্কের টাকা। প্রতিবাদ করলে ওই বাড়ির এক সদস্যকে গুলি করে জঙ্গিরা। তখনই গ্রামবাসীরা জড়ো হয়ে প্রতিবাদ করেন। তারপর তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আহত হয়েছেন আরও চারজন, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে গ্রামবাসীদের মৃত্যুর খবর পেলেও সেখানে পৌঁছতে পারেনি পুলিশ। কারণ সেই সময় গ্রামের প্রবেশপথ আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের ঘিরে রেখেছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছে জঙ্গিদের চিহ্নিত করবেন পুলিশ আধিকারিকরা। তারপরে এই ঘটনা নিয়ে সরকারিভাবে বিবৃতি দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে।

থৌবাল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করেছে মণিপুর প্রশাসন৷ ২০২৩ সালের মে মাস থেকে গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়েছিল এই রাজ্য৷ সংঘর্ষে অন্তত ২০০ জনের মৃত্যু হয়৷ গৃহহীন হয় ৬০ হাজার মানুষ৷

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version