Sunday, January 18, 2026

রামজন্মভূমি নিয়ে প্রশ্ন করার শুভেন্দু-অনুগামীদের রোষানলে নচিকেতা! গায়কের বিরুদ্ধে ‘ফতোয়া’

Date:

Share post:

ন্যায্য প্রশ্ন করলে, যুক্তি দিয়ে বিরোধিতা করলেই বিজেপি-র রোষানলে পড়তে হয় শিল্পী থেকে সাহিত্যিক, বুদ্ধিজীবীদের। এবার বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতার অনুগামীদের ফতোয়া সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে। অযোধ্যায় রামজন্মভূমিতে মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিজেপির রাজনীতিকে কটাক্ষ করায় সঙ্গীতশিল্পীকে ব্যানের (ban) হুমকি। শুভেন্দু অনুগামীদের নিশানায় বাংলার অত্যন্ত জনপ্রিয় গায়ক।

সম্প্রতি একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে রামের জন্মভূমি নিয়ে প্রশ্ন তোলেন। অযোধ্যাকে রামের জন্মভূমি হিসাবে প্রতিষ্ঠা করাকে রাজনৈতিক উদ্দেশ্য (political agenda) প্রণোদিত বলে অভিযোগ তোলেন তিনি। রামমন্দিরের প্রতিষ্ঠার বিষয়টিকে আদৌ ধর্মীয় বিষয় নয় বলে দাবিও করেন তিনি। ২২ জানুয়ারি রামমন্দিরের প্রতিষ্ঠা নিয়ে ইতিমধ্যেই বিজেপি ও যোগি আদিত্যনাথ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য ইতিমধ্যেই সামনে প্রকাশ পেয়ে গিয়েছে। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অযোধ্যা সফর আরও স্পষ্ট করে দিয়েছে অযোধ্যা নিয়ে মোদি সরকারের লোকসভা ভোটের প্রচারের বিষয়টি।

এতদিন কেন্দ্রের বিরোধী দলগুলি অযোধ্যা নিয়ে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছিল। এবার সেই প্রশ্ন তুললেন সঙ্গীতশিল্পী নচিকেতা। কিন্তু প্রশ্ন তুলতেই নীতি পুলিশদের রোশের মুখে শিল্পী। নচিকেতা যেখানে স্পষ্ট বলেছেন অযোধ্যায় ধর্ম নেই, রাজনীতি আছে, সেখানেও ধর্মকে অপমান করার অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্টে (social media post)। এমনকি অন্য সব সামাজিক পরিস্থিতিতে যখন শিল্পী হিসাবে প্রশ্ন তুলতেন নচিকেতা তখন তাঁকে সমর্থন করলেও রামমন্দিরের বিষয়ে কথা বলায় তাঁর গান শোনা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টে।

spot_img

Related articles

সকাল থেকে শান্ত বেলডাঙা, এখনও বন্ধ শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতির পর রবিবার সকাল থেকে শান্ত...

হাফ ম্যারাথন দিয়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির সূচনা কলকাতায় 

রবিবাসরীয় সকালে মহানগরীতে হাফ ম্যারাথন (Half Marathon)। কলকাতা পুলিশের (Kolkata Police) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই রাজ্য...

কালনা থেকে কলকাতা, এবছর তুঙ্গে ‘কিউট সরস্বতী’র চাহিদা

বলতে গেল সরস্বতী প্রতিমার মুখশ্রী, কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence) কৃতিত্বে বাঙালির চেনা বাগদেবীর মুখের আদলে এবার নয়া মেকওভার!...

সেবাশ্রয় ২.০: চলাফেরার ক্ষমতা ফিরিয়ে দিয়ে দশ বছরের শিশুর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার 

জনসেবার ধারাবাহিক যাত্রা অব্যাহত রেখে 'সেবাশ্রয় ২.০' (Sebaashray 2.0) মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে। এবার সহানুভূতি...