Thursday, August 21, 2025

রামজন্মভূমি নিয়ে প্রশ্ন করার শুভেন্দু-অনুগামীদের রোষানলে নচিকেতা! গায়কের বিরুদ্ধে ‘ফতোয়া’

Date:

Share post:

ন্যায্য প্রশ্ন করলে, যুক্তি দিয়ে বিরোধিতা করলেই বিজেপি-র রোষানলে পড়তে হয় শিল্পী থেকে সাহিত্যিক, বুদ্ধিজীবীদের। এবার বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতার অনুগামীদের ফতোয়া সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে। অযোধ্যায় রামজন্মভূমিতে মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিজেপির রাজনীতিকে কটাক্ষ করায় সঙ্গীতশিল্পীকে ব্যানের (ban) হুমকি। শুভেন্দু অনুগামীদের নিশানায় বাংলার অত্যন্ত জনপ্রিয় গায়ক।

সম্প্রতি একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে রামের জন্মভূমি নিয়ে প্রশ্ন তোলেন। অযোধ্যাকে রামের জন্মভূমি হিসাবে প্রতিষ্ঠা করাকে রাজনৈতিক উদ্দেশ্য (political agenda) প্রণোদিত বলে অভিযোগ তোলেন তিনি। রামমন্দিরের প্রতিষ্ঠার বিষয়টিকে আদৌ ধর্মীয় বিষয় নয় বলে দাবিও করেন তিনি। ২২ জানুয়ারি রামমন্দিরের প্রতিষ্ঠা নিয়ে ইতিমধ্যেই বিজেপি ও যোগি আদিত্যনাথ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য ইতিমধ্যেই সামনে প্রকাশ পেয়ে গিয়েছে। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অযোধ্যা সফর আরও স্পষ্ট করে দিয়েছে অযোধ্যা নিয়ে মোদি সরকারের লোকসভা ভোটের প্রচারের বিষয়টি।

এতদিন কেন্দ্রের বিরোধী দলগুলি অযোধ্যা নিয়ে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছিল। এবার সেই প্রশ্ন তুললেন সঙ্গীতশিল্পী নচিকেতা। কিন্তু প্রশ্ন তুলতেই নীতি পুলিশদের রোশের মুখে শিল্পী। নচিকেতা যেখানে স্পষ্ট বলেছেন অযোধ্যায় ধর্ম নেই, রাজনীতি আছে, সেখানেও ধর্মকে অপমান করার অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্টে (social media post)। এমনকি অন্য সব সামাজিক পরিস্থিতিতে যখন শিল্পী হিসাবে প্রশ্ন তুলতেন নচিকেতা তখন তাঁকে সমর্থন করলেও রামমন্দিরের বিষয়ে কথা বলায় তাঁর গান শোনা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...