Monday, December 22, 2025

বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে ঝাঁটা হাতে নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের

Date:

Share post:

বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে এবার ঝাঁটা হাতে তুলে নিলেন মহিলারা। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির এলাকা দিনহাটার ভেটাগুড়িতে হল বিক্ষোভ মিছিল। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা।

মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের এক হাতে ছিল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা অন্য হাতে ছিল ঝাড়ু৷ জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা জানিয়েছেন, ভেটাগুড়ি ও মাতালহাটের সাধারণ মানুষ বিজেপির সন্ত্রাসে অতিষ্ঠ৷ সেই সন্ত্রাসের জবাব দিতেই ঝাড়ু হাতে মাঠে নেমেছে দলের মহিলারা৷ মহিলারাই ঝাড়ু হাতে বিজেপিকে বিদায় দেবে৷ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেলা পরিষদে জয়ী হলেও বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির কাছের এলাকা ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের দুটি পার্টি অফিস খুলতে বাধা দিচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেস কর্মীদের কখনো মারধর করে কখনো বাড়িতে বোমাবাজি করে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই ভেটাগরি এক ও দুই অঞ্চলের দুটি পার্টি অফিস খুলেছে তৃণমূল কংগ্রেস। নিয়মিত সেই পার্টি অফিসে দলে দলে যাতায়াত করছেন দলের কর্মীরা৷ শনিবার ভেটাগুড়ি চলো এই অভিযানে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাধা দিতে বিজেপি দুবার বোমাবাজি করেছিল বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক জানান, বিজেপি সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে এলাকায়। তাই মহিলারা পথে নেমেছেন বিজেপির সন্ত্রাসের জবাব দিতে৷

spot_img

Related articles

বেলডাঙায় ফ্লপ শো! ধর্মের চাদর সরে যেতেই জমায়েতে ফাটল হুমায়ুনের সভায়

বাবরি মসজিদ প্রতিষ্ঠার নামে বেলডাঙায় জমায়েত করে ৬ ডিসেম্বর তাক লাগানোর চেষ্টা করেছিলেন হুমায়ুন কবীর। ২২ ডিসেম্বর দলের...

১৬ বছরের দাম্পত্য জীবন ভাঙল নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করের

বছর শেষে বিনোদন জগতে আবার বিচ্ছেদের খবর। নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্করের মেয়ে শ্রীনন্দা শঙ্করের (Srinanda Shangkar) দাম্পত্য জীবন ভাঙনের...

দিল্লিকাণ্ডের পর এবার বড়দিনে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা লালবাজারের

বড়দিনের উৎসবকে কেন্দ্র করে এবারও বাড়তি নজরদারি পার্কস্ট্রিট (Park Street) এলাকায়। অন্যবারের তুলনায় যদিও এবার নিরাপত্তা আরও অনেকটাই...

৪৬টি প্রাণহানি, ‘খোকাবাবুদের আবদারে’ বৈধ নাম বাদের ষড়যন্ত্রের কমিশনের! BLA-এর চূড়ান্ত সতর্ক-সক্রিয় হওয়ার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নেতাজি ইন্ডোরের...