Tuesday, December 2, 2025

বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে ঝাঁটা হাতে নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের

Date:

Share post:

বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে এবার ঝাঁটা হাতে তুলে নিলেন মহিলারা। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির এলাকা দিনহাটার ভেটাগুড়িতে হল বিক্ষোভ মিছিল। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা।

মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের এক হাতে ছিল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা অন্য হাতে ছিল ঝাড়ু৷ জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা জানিয়েছেন, ভেটাগুড়ি ও মাতালহাটের সাধারণ মানুষ বিজেপির সন্ত্রাসে অতিষ্ঠ৷ সেই সন্ত্রাসের জবাব দিতেই ঝাড়ু হাতে মাঠে নেমেছে দলের মহিলারা৷ মহিলারাই ঝাড়ু হাতে বিজেপিকে বিদায় দেবে৷ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেলা পরিষদে জয়ী হলেও বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির কাছের এলাকা ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের দুটি পার্টি অফিস খুলতে বাধা দিচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেস কর্মীদের কখনো মারধর করে কখনো বাড়িতে বোমাবাজি করে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই ভেটাগরি এক ও দুই অঞ্চলের দুটি পার্টি অফিস খুলেছে তৃণমূল কংগ্রেস। নিয়মিত সেই পার্টি অফিসে দলে দলে যাতায়াত করছেন দলের কর্মীরা৷ শনিবার ভেটাগুড়ি চলো এই অভিযানে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাধা দিতে বিজেপি দুবার বোমাবাজি করেছিল বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক জানান, বিজেপি সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে এলাকায়। তাই মহিলারা পথে নেমেছেন বিজেপির সন্ত্রাসের জবাব দিতে৷

spot_img

Related articles

রাজ্য থেকে দেশ, SIR নিয়ে কমিশনের ওয়েবসাইট বিভ্রাটে নাজেহাল ভোটার থেকে ভোটকর্মীরা

ভোটার অথৈ জলে বিভ্রান্ত BLO , রাজ্য থেকে দেশ সর্বত্রই মানুষের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের ছেলেখেলা অব্যাহত। কয়েকটা...

দক্ষিণের শীত ফেরার পূর্বাভাস, উত্তরে নামল পারদ 

সাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের চেনা ইনিংসে সামান্য বিরতি এসেছিল বটে, কিন্তু হাওয়া অফিসের...

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন...

বোমাতঙ্কের জেরে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি...