Friday, November 14, 2025

কত শ্রমিকের জব কার্ড আধারের সঙ্গে সংযোগ হয়নি? মনরেগা নিয়ে কেন্দ্রকে চিঠি তৃণমূলের

Date:

মনরেগা নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে চিঠি পাঠালো তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল, কেন্দ্রীয় গ্রাম উন্নয়নের মন্ত্রকের সচিবকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, কত সংখ্যক শ্রমিকের জব কার্ড আধারের সঙ্গে সংযোগ করা হয়নি।এছাড়াও ২০২৪ এর ১ জানুয়ারি থেকে আধারের মাধ্যমে মজুরি প্রদান বাধ্যতামূলক করা নিয়ে কেন্দ্রীয় সরকার কতগুলি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও জানতে চেয়েছেন তৃণমূল সাংসদ। কেন্দ্রের থেকে মনরেগা খাতে রাজ্যের বকেয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন চিঠিতে ।

তিনি জানতে চেয়েছেন, ২০২৪ এর ১ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে যে সমস্ত মনরেগা শ্রমিকের জব কার্ড আধারের সঙ্গে সংযুক্তি হয়নি, কেন্দ্রীয় সরকার কীভাবে তাঁদের মজুরি মেটাবে এবং জব কার্ড ও আধারের লিঙ্ক চূড়ান্ত দিন হিসেবে ২০২৪ এর ১ জানুয়ারি করার নেপথ্যে যে কটি বৈঠক হয়েছে তার বিস্তারিত তথ্য। সাকেতের অভিযোগ, কেন্দ্রীয় সরকার তাদের নিজেদের পদ্ধতিগত ত্রুটি সংশোধন না করেই এই ধরণের কঠোর বিধি প্রয়োগ করছে। পাশাপাশি রাজ্যের বকেয়ার বিষয়টি তুলে ধরে সাকেত লিখেছেন, আপনাদের মন্ত্রক পশ্চিমবঙ্গের মনরেগার শ্রমিকদের ২,৭০০ কোটি টাকা বকেয়া রেখে গত দেড় বছর ধরে শ্রমিকদের সঙ্গে বঞ্চনা করছে। আধারের মাধ্যমে মজুরি মেটানো বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, সোমবার রাতেই বিবৃতি জারি করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে সমস্ত রাজ্য বা জেলা অথবা গ্রাম পঞ্চায়েতে প্রযুক্তিগত ত্রুটি থাকবে বা আধার সংক্রান্ত কোনও সমস্যা তৈরি হবে তাদের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দিতে পারে কেন্দ্রীয় সরকার।

Related articles

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...
Exit mobile version