Tuesday, November 11, 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Bandopadhyay) উদ্যোগে রাজ্যের পর্যটন শিল্পে জোয়ার বড়দিন থেকে নিউ ইয়ার আয়ের সর্বোচ্চ রেকর্ড গড়ল বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park)। নদিনে সর্বাধিক পর্যটক সমাগমে ৬৫ লক্ষ টাকা আয়ের নয়া মাইলস্টোন উত্তরবঙ্গ বন্যপ্রাণ উদ্যানের।

উৎসবের মরসুমে বিশেষ করে ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি এই দুইদিন চলতি আর্থিক বর্ষে পর্যটক পরিসংখ্যান ছিল সর্বাধিক- দাবি সাফারি কর্তৃপক্ষের। বড়দিনের ফেস্টিভ মুড শুরু হতেই কাতারে কাতারে পর্যটকদের ঢল নামে মহানন্দা অভয়ারণ্যের সাফারি পার্কে। রবি ও সোমবার সেখানে তিল ধারণের জায়গা ছিল না। সকাল হতেই পরিবার কিংবা বন্ধু-বান্ধবের নিয়ে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট বনভূমি।

বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park) কর্তৃপক্ষের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সাফারির কোষাগারে ৬৫লক্ষ টাকা ঢুকেছে, যা চলতি ২০২২-২০২৩ আর্থিক বর্ষে রেকর্ড বলেই দাবি করছে কর্তৃপক্ষ। পর্যটক পরিসংখ্যানের ভিত্তিতে ২০২৩ সালের সর্বাধিক সংখ্যক পর্যটক সমাগম হয়েছে বর্ষবিদায় এবং বর্ষবরণকে কেন্দ্র করে রবি ও সোমবার।

৩১ ডিসেম্বর পর্যটক সংখ্যা ছিল ৬৫৬৮ ও ১ জানুয়ারি ৭৯৫৬। শুধুমাত্র দুদিনের আয়ের হয়েছে ১৫লক্ষ ৬৫হাজারের কাছাকাছি। ৩১ ডিসেম্বরে ৬.৫৬লক্ষ টাকা, ১ জানুয়ারি ৯.৯লক্ষ টাকা।

রাজ্য বনদফতরের তরফে বেঙ্গল সাফারিকে ঢেলে সাজানো হচ্ছে। শুধুমাত্র পরিকাঠামো উন্নয়ন নয়, নিত্যনতুন বন্যপ্রাণের আগমনে পর্যটকদের চোখে আকর্ষণীয় হয়ে উঠেছে। উন্মুক্ত বনাঞ্চলে বন্যপ্রাণিদের বিচরণ ক্ষেত্রে পর্যটকদের সাফারির সুযোগ মেলা এই উদ্যান পর্যটন মানচিত্রে পাকাপাকিভাবে নিজের জায়গা করে নিয়েছে।
ক্রমশ দূরদূরান্ত ও দেশ-বিদেশের পর্যটকেরা আসায় দেশের পর্যটন মানচিত্রেও বেঙ্গল সাফারি স্থান করে নিয়েছে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version