Thursday, November 13, 2025

টি-২০ বিশ্বকাপে কি পাওয়া যাবে বিরাট-রোহিতকে? জবাব খুঁজতে প্রোটিয়াদের সিরিজের ফাঁকে বৈঠকে নির্বাচকেরা

Date:

আগামি বছর টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে এক ম্যাচের সিরিজ খেলছে ভারতীয় দল। আর তারই মাঝে আলোচনায় আগামী টি-২০ বিশ্বকাপ। জুন মাসে হওয়ার কথা ২০ ওভারের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় কি খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা? ভারতীয় দলের এই দুই সিনিয়র ব্যাটারকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না বিসিসিআই কর্তারা।সূত্রের খবর ,এই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলবেন প্রধান নির্বাচক অজিত আগারকার। বিরাট, রোহিতের মতামত জেনে সিদ্ধান্ত নেওয়া হবে।

দক্ষিণ আফ্রিকা সিরিজ-এর পর দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের আগে সেটাই শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ়। আর সেই সিরিজের আগে দল নির্বাচনের সমস্যায় জাতীয় নির্বাচকেরা। কারন ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর দেশের হয়ে টি-২০ ম্যাচ খেলেননি বিরাট এবং রোহিত। তবে তারা আগামী বিশ্বকাপে দু’জনেই খেলতে আগ্রহী। এটাই জাতীয় নির্বাচকদের রাতের ঘুম কার্যত কেড়ে নিয়েছে।সূত্রের খবর , এই নিয়ে নির্বাচকেরা কথা বলবেন বিরাট এবং রোহিতের সঙ্গে। তাঁরা চাইছেন, বিশ্বকাপ খেলতে চাইলে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলুন দুই সিনিয়র ক্রিকেটার।

সূত্রের খবর, আগারকার ছাড়াও ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের সময় ভারতীয় দলের সঙ্গে থাকবেন দুই জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস এবং সলিল আঙ্কোলা।সুযোগ মতো তিন নির্বাচক আলোচনায় বসতে পারেন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। মূলত আফগানিস্তান সিরিজ়ের দল নির্বাচন নিয়ে কথা হবে। নির্বাচকেরা কথা বলবেন বিরাট এবং রোহিতের সঙ্গেও। তাঁরা চাইছেন, বিশ্বকাপ খেলতে চাইলে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলুন দুই সিনিয়র ক্রিকেটার।

আরও পড়ুন-অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারোত্তোলক-এর অস্বভাবিক মৃ.ত্যু

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version