Wednesday, August 20, 2025

‘দমদম উৎসব’ সূচনায় ‘দুর্বাদলশ্যাম’ উল্লেখ করে বিজেপির রামরাজ্যকে কটাক্ষ ব্রাত্য বসুর

Date:

এই রাজ্যের সংস্কৃতির সঙ্গে তুলনা করে বিজেপির রামমন্দির প্রতিষ্ঠার নীতিকে কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। দলের নাম না উল্লেখ করে বাংলায় ধর্মের ‘আফিম’ ঢুকিয়ে দেওয়া এবং তার মধ্যে দিয়ে ঈর্ষা ও বিদ্বেষ মানুষের মনে বাড়িয়ে দেওয়া নিয়ে কটাক্ষ করেন তিনি। দমদম উৎসবের উদ্বোধনে বাংলায় রামের চরিত্র কীভাবে বদলে যাচ্ছে বিজেপির রাম-তত্ত্ব প্রচারে, তা-ই ছবির মতো তুলে ধরেন।

শিক্ষামন্ত্রীর কথায় জীবনের সব ধরনের ঘটনা থেকে মুখ ফিরিয়ে রাখতে একটা আফিম দেওয়া হচ্ছে। আফিমের নাম ধর্ম। সেই আফিমের জেরে আমাদের মনের মধ্যে হিন্দু, খ্রীষ্টান আলাদা আলাদা কথাগুলো প্রতিষ্ঠা হচ্ছে। মানুষকে বিচার করতে হবে সেই আফিম নিয়ে তাঁরা ইতিহাসে পিছনের দিকে যাবেন, না সামনে এগোবেন।

পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন আমরা কী আবার কৃপাণ হাতে বেরিয়ে পড়ব রাস্তায়? অথচ বাঙালির কাছে পরিচিত দুর্বাদলশ্যাম রাম, যিনি রামরাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সেই রামরাজ্যে তখন কোনও সুশাসন থাকবে না। গরিবের দিকে তাকিয়ে থাকা হবে না। পড়ে থাকবে শুধু একটা আফিম যার নাম ধর্ম। তিনি প্রশ্ন তোলেন, ঈর্ষা এবং বিদ্বেষ দুটোই আমাদের মধ্যে আছে। কিন্তু আমরা তার প্রকাশ্যে উদযাপন ঘটাবো?

মানুষের শুভ চেতনার বিকাশ ঘটাতে সৃজনশীল পরিবেশনা নিয়ে প্রস্তুত দমদম উৎসব। উৎসবের মধ্যে দিয়েই মানুষের রিপুগুলি নিজের ভিতরে লুকিয়ে রাখার বার্তা দেন। শিক্ষামন্ত্রীর দমদম উৎসবের মতো উদ্যোগকে আরও প্রচার করার বার্তা দেন সাংসদ সৌগত রায়। উৎসবের দমদমে ধুমধাম নাম উল্লেখ করেই তিনি বলেন ব্রাত্য বসুর এই উদ্যোগ ধুমধাম শব্দের মতোই জোরে সর্বত্র ছড়িয়ে পড়ুক। পাশাপাশি দমদম হেরিটেজ ফেস্টিভ্যাল আয়োজন করার প্রস্তাব দেন তিনি । মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ও সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন দমদম পুরসভার পুরপ্রধান হরেন্দ্র সিং, উপপুরপ্রধান বরুন নট্ট।

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version