Wednesday, December 17, 2025

নতুন বছরে বাংলার হস্তশিল্পীদের জন্য বিশেষ উদ্যোগ! নয়া প্রকল্প আনছে রাজ্য

Date:

Share post:

কৃষক বন্ধু প্রকল্পের অনুকরণে এবার হস্তশিল্পীদের (Handicrafts) জন্যও নয়া প্রকল্প আনছে রাজ্য। তবে এই প্রকল্পের আওতায় সরকারি পরিচয় পত্র (Government Identity Card) রয়েছে এমন হস্তশিল্পীদের মৃত্যু হলে তাঁদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ (Compensation) দেওয়া হবে। ইতিমধ্যে অর্থ দফতরে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে বেশ কয়েক দফায় দুয়ারে সরকারের মাধ্যমে হস্তশিল্পীদের নাম নথিভুক্তিকরণের কাজ শেষ হয়েছে। বর্তমানে বাংলায় নথিভুক্ত শিল্পীর সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি। তাঁদের সকলকে পরিচয়পত্র দেওয়া হয়ে থাকে। নবান্ন সূত্রে খবর, মূলত পরিচয়পত্র আছে এমন হস্তশিল্পীর পরিবারই এককালীন ‘ডেথ বেনিফিট’-এর (Death Benifits) সুবিধা পাবেন জানিয়ে দেওয়া হয়েছে।

এপ্রসঙ্গে রাজ্যের ক্ষুদ্র শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, ২০১১ সালের পর বাংলার হস্তশিল্পের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীদের অর্থের জোগান নিশ্চিত করতে চালু হয়েছে ‘আর্টিজান ক্রেডিট কার্ড’। এবার ডেথ বেনিফিট প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের এই নয়া পদক্ষেপ সংক্রান্ত নীতির খসড়া তৈরি করেছে রাজ্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্রদফতর। বর্তমানে এই নীতির খুঁটিনাটি বিষয়গুলি খতিয়ে দেখছে অর্থ দফতর। তবে খুব শীঘ্র এই নীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছে প্রশাসনিক মহল।

জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি জেলাতেই কোনও না কোনও ধরনের হস্তশিল্পের কাজ হয়। কোথাও ডোকরা, কোথাও মুখোশ শিল্প জনপ্রিয়। অধিকাংশ ক্ষেত্রেই জেলার প্রান্তিক এলাকার মানুষ জড়িয়ে এই সমস্ত শিল্পের সঙ্গে। ডেথ বেনিফিট নীতি এই লক্ষাধিক পরিবারগুলির কাজে আসবে। কোনও হস্তশিল্পীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ডেথ বেনিফিট প্রকল্পের এককালীন টাকা পেতে সরকারের দেওয়া পরিচয়পত্র এবং ডেথ সার্টিফিকেট সহ আবেদন করতে হবে ওই জেলার সংশ্লিষ্ট দফতরে। এরপরই কম সময়ের মধ্যে আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার।

 

 

 

spot_img

Related articles

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...